Advertisement

Bangladeshi Arrested in Bengal: ফের অনুপ্রবেশ! ১০ বাংলাদেশি গ্রেফতার নদিয়ায়, ধৃতদের আশ্রয় দিয়ে পাকড়াও ৫ ভারতীয়ও

রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা আবারও প্রকাশ্যে এল। বেআইনি ভাবে ভারতে ঢোকার অভিযোগে নদিয়ায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ভারতে বেআইনি ভাবে ঢুকতে সাহায্য করার জন্য ৫ ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে।  ওপার বাংলা থেকে এদেশে আসার নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃত ১০ বাংলাদেশি।ধৃত ১০ বাংলাদেশি।
বিশাল দাস
  • নদিয়া,
  • 27 Dec 2024,
  • अपडेटेड 3:07 PM IST
  • রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা আবারও প্রকাশ্যে এল।
  • বেআইনি ভাবে ভারতে ঢোকার অভিযোগে নদিয়ায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
  • তাঁদের ভারতে বেআইনি ভাবে ঢুকতে সাহায্য করার জন্য ৫ ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে।  

রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা আবারও প্রকাশ্যে এল। বেআইনি ভাবে ভারতে ঢোকার অভিযোগে নদিয়ায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ভারতে বেআইনি ভাবে ঢুকতে সাহায্য করার জন্য ৫ ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে।  ওপার বাংলা থেকে এদেশে আসার নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, বুধবার রাতে নদিয়ার রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ধানতলা থানা এলাকায় আত্মগোপন করে আছেন ১০ বাংলাদেশি নাগরিক। আর এর পরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। পাশাপাশি ওই বাংলাদেশিদের ভারতে বেআইনি ভাবে প্রবেশ করতে সাহায্য করা ও তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে হাঁসখালি থেকে ২ ও ধানতলা থেকে ৩ জন-সহ মোট ৫  জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে হাজির করানো হয়। 

আগেই মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্যকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। তার মধ্যেই মহম্মদ শাদ ওরফে শাব শেখ নামে এক বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেফতার করা হয়।  

রাজ্যে অনুপ্রবেশের ঘটনা নিয়ে সরগরম রাজনীতির ময়দানও। অনুপ্রবেশের জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন তৃণমূলের শওকত মোল্লা। ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে। এই প্রসঙ্গে শওকত বলেছেন, সীমান্তের দায়িত্ব তো কেন্দ্রের। তাহলে জিহাদি অনুপ্রবেশের দায় কী ভাবে রাজ্য সরকারের হতে পারে? পাশাপাশি তিনি জানতে চান কোথায় আছে বিএসএফ। তারা কী করছে? । তিনি আরও বলেন, আজ বাংলায় জঙ্গি ঢুকলে তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, বাংলার স্বরাষ্ট্র দফতরের নয়। তার দায়ভার হচ্ছে কেন্দ্রের। অন্য দিকে, অনুপ্রবেশের জন্য রাজ্য সরকারকেই দুষেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


সংবাদদাতা- বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়।
 

Read more!
Advertisement
Advertisement