Advertisement

West bengal Byelection: রাজ্যের ৬ কেন্দ্রের উপ নির্বাচনে আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন থাকবে ১০৮ কোম্পানি জওয়ান

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ আসনে উপ নির্বাচন। ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট আসনে। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। উপ নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে।

রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনে আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন থাকবে ১০৮ কোম্পানি জওয়ানরাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনে আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন থাকবে ১০৮ কোম্পানি জওয়ান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2024,
  • अपडेटेड 1:28 PM IST
  • রাজ্যে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ভোটে নিরাপত্তার জন্য
  • অতিরিক্ত ১৯ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ আসনে উপ নির্বাচন। ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট আসনে। ভোট গণনা হবে ২৩ নভেম্বর। উপ নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। রাজ্যে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ভোটে নিরাপত্তার জন্য।

এর আগে ৬ কেন্দ্রের উপ নির্বাচনের জন্য ৮৯ কোম্পানি বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এখন আরও ১৯ কোম্পানি অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতরিক্ত বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। সেই আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত ১৯ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। চিঠি দিয়ে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনকে।

মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ২৯ কোম্পানি সিআরপিএফ, ৪০ কোম্পানি বিএসএফ, ১৪ কোম্পানি সিআইএসএফ ও আইটিবিপি ১২ কোম্পানি ও ১৩ কেম্পানি এসএসবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে এই ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে উপ নির্বাচন মেটা পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে নিরাপত্তার জন্য। প্রতিটি বাহিনীর নোড়াল অফিসারের সঙ্গে আলোচনা বাহিনী মোতায়েন নিয়ে পরিকল্পনা করবে রাজ্য সরকার। বাহিনীর মোতায়েন ও চলাফেরা নিয়ে এই বিষয়ে সমন্বয় করবেন সিআইপিএফ-র ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি বি কে শর্মা। তাঁকে এই বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইতিমধ্যেই কয়েক কোম্পানি বাহিনী পৌঁছে গিয়েছে বিভিন্ন কেন্দ্রে। তারা টহলও দিতে শুরু করেছে। বুধবার মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীকে টহল দিতে দেখা যায়। জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ায় মেদিনীপুর আসনের বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তাই এখানে উপ নির্বাচন হবে। তৃণমূল এখানে প্রার্থী করেছে সুজয় হাজরাকে। বিজেপির প্রার্থী হয়েছেন শুভজিৎ রায়। অন্যদিকে, সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। মাদারিহাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। নৈহাটিতে প্রার্থী করা হয়েছে সনৎ দে-কে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন শেখ রবিউল ইসলাম।

বামদের তরফেও প্রার্থী ঘোষণা করা হয়েছে, তালডাংরা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সিপিআইএম মনোনীত দেবকান্তি মোহান্তি। মেদিনীপুর কেন্দ্রে লড়বেন সিপিআই-র মনিকুন্তল খামরুই। মাদারিহাট কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী পাদম ওঁরাও। সীতাই কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অরুন কুমার বর্মা। নৈহাটি কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী পদে দাঁড় করানো হয়েছে দেবজ্যোতি মজুমদারকে।

Advertisement

উপ নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন দীপক কুমার রায়। মাদারিহাট কেন্দ্রে প্রার্থী রাহুল লোহার। নৈহাটিতে প্রার্থী করা হয়েছে রূপক মিত্রকে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি টিকিটে লড়ছেন বিমল দাস।

Read more!
Advertisement
Advertisement