Advertisement

RG Kar Rape Murder Case: আরজি কর প্রতিবাদ, সরকারি অনুদান খারিজ করল উত্তরপাড়ায় দুটি পুজো

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যের দুটি দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের অর্থ সাহায্য নেবে না বলে জানাল। দুটি পুজো কমিটিই হুগলির উত্তরপাড়ার। একটি পুজো কমিটি হল 'শক্তি সংঘ', অন্যটি হল 'আপনাদের পুজো কমিটি'।

'জাস্টিস ফর আরজি কর' ৮৫ হাজার টাকা নেবে না উত্তরপাড়ার ২টি পুজো কমিটি'জাস্টিস ফর আরজি কর' ৮৫ হাজার টাকা নেবে না উত্তরপাড়ার ২টি পুজো কমিটি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2024,
  • अपडेटेड 3:21 PM IST
  • এবার পুজো কমিটিগুলির জন্য ৮৫ হাজার টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী
  • পরের বছর অনুদান ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যের দুটি দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের অর্থ সাহায্য নেবে না বলে জানাল। দুটি পুজো কমিটিই হুগলির উত্তরপাড়ার। একটি পুজো কমিটি হল 'শক্তি সংঘ', অন্যটি হল 'আপনাদের পুজো কমিটি'। এবার পুজো কমিটিগুলির জন্য ৮৫ হাজার টাকা করে অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের বছর অনুদান ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উত্তরপাড়ার আপনাদের দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শুভ্রাংশু দে বলেন, 'হাসপাতালে একজন মহিলা ডাক্তারকে যেভাবে নির্মম ভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে তাতে আমরা গভীরভাবে ব্যথিত। তাই এই ঘটনাটির প্রতিবাদে আমরা রাজ্য সরকারের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনুদানের ৮৫ হাজার টাকা না দেওয়ার কথা জেলাশাসক ও অন্য আধিকারিকদের লিখিত ভাবে জানানো হয়েছে। ক্লাবের সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।'

উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রসেনজিৎ ঘোষ বলেন, 'আমি ও ক্লাবের সদস্যরা আরজি কর হাসপাতালের একজন মহিলা ডাক্তারের সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ও বর্বরোচিত ঘটনায় গভীরভাবে দুঃখিত। এই বছর পুজো আড়ম্বর ও প্রদর্শন ছাড়া সাধারণ ভাবে করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব, আমাদের রাজ্য সরকারের দেওয়া অনুদানের প্রয়োজন নেই, এটি সম্পূর্ণরূপে ক্লাবের অরাজনৈতিক নীতি।'

আরও পড়ুন

উত্তরপাড়া শক্তি সংঘের এক মহিলা সদস্য জ্যোৎস্না পাত্র জানান, তিনি আরজি করের এই নৃশংস ঘটনায় ব্যক্তিগতভাবে গভীরভাবে দুঃখিত। এজন্য তিনি অনেক জায়গায় প্রতিবাদ মিছিলেও অংশ নিয়েছেন। এই ঘটনার কারণেই ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, নির্যাতিতা মহিলা চিকিৎসকের বিচারের দাবিতে এবার কোনও বড় অনুষ্ঠান ছাড়াই অনাড়ম্বরভাবে পুজো করা হবে। তাই রাজ্য সরকারের দেওয়া অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। প্রায় একই কথা শোনা গিয়েছে আপনাদের পুজো কমিটির সীমা চট্টোপাধ্যায়ের মুখে। তিনিও আরজি করের ঘটনার বিচার চান।

Advertisement
Read more!
Advertisement
Advertisement