আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর প্রায় ২০০টি ট্রেন বাতিল থাকবে। রেল সূত্রে মিলেছে এই খবর। জানা গিয়েছে, এই ৩ দিন হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুসারে, হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে সংযুক্ত করা হবে। এর ফলে বহু যাত্রী দীর্ঘমেয়াদে লাভবান হবেন। তাই বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই ৩ দিন ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল।
মশাগ্রাম-বাঁকুড়ার এই রেলপথের উচ্চতা বেশি। সেই কারণে চাইলেও বহুদিন ধরে এই দুই রেলপথ সংযুক্ত করা যায়নি। তবে সেই পরিকাঠামো তৈরির কাজই করছিল রেল। সেই কাজ সম্পন্ন হয়েছে। এবার পূর্ব রেলের কর্ড শাখার রেললাইনের সঙ্গে সিগন্যালিং এবং অন্য় সব ব্যবস্থা জুড়ে দেওয়া হবে। মশাগ্রাম স্টেশনে সেই ইন্টারলকিংয়ের কাজ চলবে।
এর ফলে লোকাল ট্রেন বাতিলের সংখ্যা কত? রেল সূত্রে খবর, এর ফলে ৩ দিনে প্রায় ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এর ফলে সাময়িকভাবে নিত্যযাত্রীদের কিছুটা সমস্যা হতে পারে। তবে একবার এই ইন্টারলকিংয়ের কাজ হয়ে গেলে এর ফলে উপকৃত হবেন লক্ষ-লক্ষ নিত্যযাত্রী।
এই লাইনে দূরপাল্লার বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছে। আবার যাত্রীদের সমস্যা এড়াতে কিছু ট্রেন অন্য় লাইনে ঘুরিয়ে দিয়েছে রেল।
বাতিল ট্রেনের তালিকায় রয়েছে শান্তিনিকেতন, কবিগুরু, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি, হুল, শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু এবং গণদেবতা এক্সপ্রেস।
হাওড়া থেকে দূরপাল্লার বেশ কিছু ট্রেন মেন শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই শাখাতে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। সব মিলিয়ে ইন্টারলকিংয়ের কাজ চলাকালীন প্রায় ২০০ ট্রেন বাতিল থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন, যেমন হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী, পদাতিক, সরাইঘাট- এগুলি ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ শাখা দিয়ে চলবে। হাওড়া থেকে বিকানির, যোধপুর, জম্মু তাওয়াই হিমগিরি, মুম্বই মেল, শক্তিপুঞ্জ এক্সপ্রেস ব্যান্ডেল হয়ে মেন শাখা দিয়ে চলবে।