Advertisement

2002 Voter List: ২০০২-এর ভোটার লিস্টে নাম খুঁজবেন কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ গাইড

২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা কীভাবে খুঁজবেন? কমিশনের ওয়েবসাইটের স্টেপ বাই স্টেপ গাইড রইল।

ভোটার তালিকা ২০০২ভোটার তালিকা ২০০২
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 8:44 AM IST
  • ২০০২ সালের ভোটার তালিকা রয়েছে কমিশনের নয়া ওয়েবসাইটে
  • নাম রয়েছে কি না, তা কীভাবে খুঁজবেন?
  • রইল স্টেপ বাই স্টেপ গাইড

বাংলায় SIR প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকার গুরুত্ব অপরিসীম। এই বছরই হয়েছিল শেষ SIR। ফলত, কমিশনের নিয়ম মাফিক, ২০০২ সালের ভোটার তালিকায় একজন ব্যক্তি কিংবা তাঁর বাবা-মায়ের নাম থাকলে আর কোনও কাগজ দেখাতে হবে না তাঁকে। তাই হুড়মুড়িয়ে সেই ভোটার তালিকায় নাম খোঁজার হিড়িক শুরু হয়েছে। কিন্তু গত ২-৩ দিন ধরে সেই ওয়েবসাই অ্যাক্সেস করা যাচ্ছিল না। এবার শুক্রবার দুপুরে নতুন এক ওয়েবসাইটের ঘোষণা করে কমিশন জানিয়েছে, সেখানেই মিলবে ২০০২ সালের ভোটার লিস্ট। কীভাবে তা দেখবেন? 

বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু হয়েছে। এখন থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইট হচ্ছে https://ceowestbengal.wb.gov.in. এখানে ক্লিক করলেই ভেসে উঠছে ২০০২ সালের ভোটার লিস্ট। SIR সংক্রান্ত সমস্ত তথ্যও এবার থেকে মিলবে এই ওয়েবসাইটেই। 

২০০২ সালের ভোটার লিস্ট দেখবেন কীভাবে?
> নতুন ওয়েবসাইটে (https://ceowestbengal.wb.gov.in) প্রবেশ করলেই ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠছে ২০০২ সালের ভোটার তালিকা।
> জেলা ভিত্তিক তালিকা অ্যাক্সেস করা যাচ্ছে সেখানেই। 
> নিজের বা বাবা-মায়ের নাম ওই তালিকায় রয়েছে কি না, তা দেখতে  প্রথমে সেই জেলার নামে ক্লিক করতে হবে।
> খুলে যাবে সংশ্লিষ্ট জেলার বিধানসভাগুলির নাম। তখন আপনি যে বিধানসভা এলাকার ভোটার ছিলেন, সেই বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করতে হবে।  খুলে যাবে পোলিং স্টেশনের নাম। 
> নির্দিষ্ট কেন্দ্রে ক্লিক করলেই দেখা যাবে ভোটার তালিকা। 
> ২৩ বছর আগের বুথ বা পার্ট নম্বর স্মরণে থাকলে আপনি সহজেই নাম মিলিয়ে দেখা নিতে পারবেন। 
 
ঘটনাচক্রে SIR ঘোষণা করার পর থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল রাজ্যের CEO দফতরের ওয়েবসাইটটি। তা নিয়ে ক্ষোভও তৈরি হয়েছিল জনগণের মধ্যে। কারণ বহু মানুষই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন, যা ওই ওয়েবসাইট থেকে পাওয়ার কথা ছিল। কিন্তু ওয়েবসাইট অকেজো হয়ে পড়ায় তা অ্যাক্সেস করা যাচ্ছিল না। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement