শত চেষ্টা করেও অনুপ্রবেশকারী ইস্যুতে জর্জরিত বাংলা। কেন্দ্র রাজ্য তরজাও এ নিয়ে কম হয়নি,তবু তারই মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। মুর্শিদাবাদের রানীনগরে ৪ বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়ল পুলিশের জালে।
গোপন সূত্রে খবর এর ভিত্তিতে বুধবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের রাণীনগর থানার হারুডাঙ্গা এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। ওই এলাকায় অভিযান চালানোর সময় চার যুবক কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় তাদের চারজনকে হাতেনাতে ধরে ফেলে রাণীনগর থানার পুলিশ। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথার মধ্যে অসংগতি ধরা পড়লে সন্দেহ হয় পুলিশের পরবর্তীতে বৈধ কাগজপত্র না দেখাতে পারলে চারজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওই চার যুবক প্রায় ছয় মাস আগে অবৈধভাবে কাঁটাতার পার করে ভারতে প্রবেশ করে এবং কেরালায় রাজমিস্ত্রির কাজ করে প্রায় ৬ মাস। বুধবার রাতে ওই চারজন রানীনগর হয়ে বাংলাদেশের প্রবেশ করার চেষ্টা করে। তার আগেই চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশির নাম মোঃ তরিকুল ইসলাম বয়স ৩০ বছর, মোঃ জসিমউদ্দিন বয়স ২৯, নুর ইসলাম বয়স ৩৬, মোহাম্মদ রবিউল ইসলাম। ধৃত এই চারজনের বাড়ি বাংলাদেশের সাহারাগাছি থানার গোদাগারী জেলা রাজসাহিতে। চারজনকেই বৃহস্পতিবার তোলা হয় লালবাগ মহকুমা আদালতে।
কেরলে রাজমিস্ত্রির কাজ করেন প্রায় ৬ মাস ধরে। বুধবার রাতে ওই চারজন রাণীনগর হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কিন্তু সঠিক সময়ে সেখানে পৌঁছে গিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি অন্যদিকে ডোমকল থানার ভাতশালা এলাকায় ডোমকল থানার পুলিশ অভিযান চালিয়ে দুই অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করে। জানা যায়, কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিন দিন আগেই। মুর্শিদাবাদের পৃথক দুই জায়গা থেকে মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।