
ঘরের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন। বেরনোর কোনও পথ নেই। চিৎকার করেও প্রাণ বাঁচাতে পারলেন না কেউ। ঘরেই মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল এক পরিবারের ৪ সদস্যের। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরের সাইড়িয়া গ্রামে। মৃতরা হলেন ভাড়ু দোলুই (৭৫), দুধকুমার দোলুই (৫০), রত্না দোলুই (৪৫) এবং শম্পা দোলুই (১৫)।
কীভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ আচমকাই দোলুইদের বাড়ি থেকে চিৎকার শোনা যায়। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন ঘরে আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে। ভিতরে আটকে পড়েছেন দোলুই পরিবারের ৪ সদস্য। কোনও মতেই বাইরে বেরিয়ে আসতে পারছিলেন না তাঁরা। সাহায্যের চেষ্টা করেও প্রতিবেশীরা কিছু করতে পারেননি। বালতি-গামসা করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় ঠিকই, দমকলও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু ততক্ষণে ঝলসে যায় ৪ জন।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবারও রাতে দ্রুত ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলেন দোলুই পরিবারের ৪ সদস্য। ঘরের মধ্যে আচমকা ধরে যাওয়া অগুন আঁচ করতে পারেননি প্রথমটায়। যতক্ষণে তাঁরা টের পেয়েছেন, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আগুনের গ্রাসের চলে গিয়েছে ঘর।
দমকল ঘণ্টা দু'য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শোয়ার ঘরে জীবন্ত দগ্ধ হয়ে যান দোলুই পরিবারের ৪ জন। কী থেকে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, কোনও কারণে শর্ট সার্কিট হয়েছিল বাড়িতে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমেছে পুলিশও। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একই পরিবারের ৪ জনের জীবন্ত দগ্ধ হয়ে এমন মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। মৃত দুধকুমারের ভাই রাজকুমার দোলুই বলেন, 'আমরা যখন পৌঁছই দাউ দাউ করে আগুন জ্বলছিল। ভিতরে গ্যাস সিলিন্ডার ছিল। মাটির বাড়ি, ধরে আসবাবস, জামাকাপড় ছিল। সব পুড়ে গিয়েছে। ওদের বাড়ি থেকে বের করে আনা সম্ভবই হল না।' খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সুকান্ত পাল। তাঁর কথায়, 'অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হয়েছে এমনটা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।'