ফের খবরে সন্দেশখালি। এবার সেখানে হদিশ মিলল জাল নোটের। এলাকার ধামাখালি অঞ্চল থেকে উদ্ধার হল ৯ কোটি টাকা। যার মধ্যে বেশিরভাগই জাল নোট। শেখ শাহাজাহানের হোটেল থেকে এই জাল টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি ফেরিঘাটের কাছে একটি হোটেলের ২০৬ নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে বিপুল এই টাকা। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, ডিমের কার্টনের ভিতরে এই বিপুল পরিমাণে টাকা মজুত করে রাখা ছিল। উদ্ধার হওয়া অধিকাংশ টাকাই ৫০০ টাকার নোটে মিলেছে বলে খবর। নোটের মধ্যে অধিকাংশ টাকা ছিল জাল। অল্প কিছু টাকা ছিল আসল। ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজনের নাম দেবব্রত চক্রবর্তী। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার। অন্যজনের নাম সিরাজউদ্দিন মোল্লা। তাঁর বাড়ি জীবনতলা থানার অন্তর্গত মোটর দীঘি এলাকায় বলে জানা গিয়েছে।
সন্দেশখালির বিভিন্ন এলাকায় এখনও পর্যন্ত এমন অনেক টাকা মজুত আছে বলে অনুমান পুলিশের। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে দাবি পুলিশের। এই হোটেলটি একসময় শেখ শাহাজাহান ও শিবু হাজরার ছিল। বর্তমানে এই হোটেলটি এখন শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য মণ্ডলের বলে জানা গিয়েছে। এই ঘটনায় গভীর চক্রান্ত রয়েছে বলে মনে করছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত। এর পিছনে বাংলাদেশের যোগ রয়েছে। এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তবে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।