তৃণমূল লোকসভায় সংসদীয় দলের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছে। সোমবার দিল্লিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত দলের সাংসদদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। নতুন দায়িত্বের মাধ্যমে অভিষেককে কার্যত দলের কেন্দ্রীয় রাজনীতির মুখ হিসেবে আরও একধাপ উপরে তুলে আনা হল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
অভিষেক বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং দলের বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে তাঁকে বিদেশ সফরের জন্য সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবেও মনোনীত করেছিল তৃণমূল। ফলে তাঁর প্রশাসনিক ও কূটনৈতিক দক্ষতার উপর দলের আস্থা নতুন করে প্রমাণিত হল বলেই মনে করছেন দলের একাংশ।
তবে একটি সূত্রের দাবি, এদিন তৃণমূল নেত্রী মমতা জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় দলকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রত্যেক দিনের সমন্বয়ের দায়িত্বে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার। সোমবার দিল্লিতে রাজেন্দ্র প্রসাদ রোডে তৃণমূলের নতুন পার্টি অফিসে মমতার ভার্চুয়াল বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন সব সাংসদরা।
আরও জানা গেছে, দলীয় এই বৈঠকে লোকসভার সাংসদদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রাজ্যসভার কাজ ভাল হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, সৌগত রায়ও অসুস্থ। এই পরিস্থিতিতে সিনিয়র নেতারা না থাকার কারণে লোকসভায় সাংসদদের পারফরম্যান্স ঠিক নয় বলে মন্তব্য করেন মমতা। সেই পরিপ্রেক্ষিতেই অভিষেককে দায়িত্ব দেওয়া হল।