ক্যালেন্ডারে অভিষেকের ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড়। আর তাই নিয়েই শুরু বিতর্ক। এবার TMC-র ক্যালেন্ডার বিতর্ক নিয়ে মুখ খুললেন খোদ দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে অভিষেক জানান, ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কী হয়েছে তিনি জানেন না। তবে তিনি জানান দুটোতেই দিদির ছবি ছিল। আমি শুনেছি কিছু সংবাদমাধ্যম একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে খবরটা পরিবেশন করেছে। সেটা ঠিক নয় বলেই আমি মনে করি। একটি ক্যালেন্ডার দেওয়া হয়েছিল তাঁর সংসদীয় এলাকা অর্থাৎ ডায়মন্ডহারবারে। অন্য ক্যালেন্ডারটি দেওয়া হয়েছিল পার্টির তরফে। একটি ছবি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি। তিনি ওই ক্যালেন্ডার ব্যবহার করতে বারণ করেছেন। তাঁর সিদ্ধান্ত শিরোধার্য।
জানা গিয়েছে, দলের জেলা সভাপতিদের কাছে নতুন বছরের শুরুতে ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু একটি ক্যালেন্ডারে দেখা যায় অভিষেকের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির থেকে মাপে বড়। বিষয়টি রাজ্য নেতৃত্বের কানে পৌঁছলে, এই ক্যালেন্ডার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে যদিও অন্য একটি ক্যালেন্ডার পাঠানো হয়। এবার ক্যালেন্ডার বিতর্ক নিয়ে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শিরোধার্য।
দিল্লি নির্বাচন নিয়ে অভিষেক বলেন সেখানে বিজেপি বিরোধী প্রধান শক্তি রয়েছে আম আদমি পার্টি। আমরা চাই আম আদমি পার্টি জিতুক।
১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। এই নিয়ে অভিষেক বলেন, এই সরকার যতদিন আছে বাজেট নিয়ে তাঁর কোনও আশা নেই। কারণ সাধারণ গরীব মানুষদের জন্য কোনও রিলিফ দেয়নি। বাজেট মানে উদ্যোগপতিদের বাজেট। গরীব আরও গরীব হয়েছে। বড়লোক আরও বড়লোক হয়েছে।
প্রয়াগরাজে কুম্ভমেলায় দুর্ঘটনা নিয়ে অভিষেক বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ঘটনা। এতদিন ধরে মহাকুম্ভ চলছে। এত মানুষ যাবে, একটি ব্যবস্থাপনা দরকার। পরিকল্পনা দরকার। কোনও পরিকল্পনা নেই, খালি মার্কেটিং। এই দুর্ঘটনাই যদি বাংলা, তামিলনাড়ু বা অন্য কোনও বিজেপি বিরোধী রাজ্যে হত তাহলে এতক্ষণে রাষ্ট্রপতি শাসন জারির করার কথা বলা হত। এটা খুবই দুঃখের। যে সাধারণ মানুষদের কোনও ব্যবস্থা নেই। বড় উদ্যোগপতিদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। ব্যবস্থাপনা, পরিকল্পনা কম, প্রচার-মার্কেটিং বেশি হলে যা হয় তাই হয়েছে। অভিষেক বলেনি, আশা করব এই ঘটনা থেকে এরা শিক্ষা নেবে। কিন্তু বিজেপি কোনও ঘটনা থেকে শিক্ষা নেয় না।
সংবাদদাতাঃ অরিন্দম ভট্টাচার্য