
অমিত শাহ বাংলার ইতিহাস জানেন না। আর সেই কারণেই সিপিএম আমলের সম্পর্কের তাঁর ভুল ধারণা।শনিবার এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি অমিত শাহ বলেন, 'বাংলায় তৃণমূল কংগ্রেসের আগের কমিউনিস্ট শাসনও এর চেয়ে ভাল ছিল।' তার প্রেক্ষিতেই পাল্টা জবাব অভিষেকের।
এদিন বিকেলে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, 'অমিত শাহ বাংলার ইতিহাস জানেন না। তিনি যদি একটু সময় করে বাংলার রাজনৈতিক ইতিহাস পড়তেন, তাহলে এই মন্তব্য করতেন না।'
অভিষেক আরও বলেন, সিপিএম আমলে বাংলার মানুষ কীভাবে অত্যাচারিত হয়েছেন, তার অসংখ্য উদাহরণ রয়েছে। বানতলা, ধানতলা, ছোট আঙারিয়া, চমকাইতলা, সিঙ্গুর, তাপসী মালিকের মতো একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, 'এই ঘটনাগুলি অমিত শাহ জানেন না। বাংলার মানুষ কীভাবে সিপিএম আমলে অত্যাচারের শিকার হয়েছেন, তার ইতিহাস উনি পড়ে দেখুন।'
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, সিপিএম আমলে দমন-পীড়নের সঙ্গে যুক্ত নেতাদের অনেকেই আজ বিজেপিতে আশ্রয় পেয়েছেন। তিনি দাবি করেন, 'যাঁরা এই অত্যাচার চালিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন বিজেপির নেতা। পশ্চিম মেদিনীপুরে সভা করে আমি নাম ধরে ধরে তাদের কথা বলে এসেছি।'
বেড়াচাপড়া, গড়বেতার গণহত্যা এবং কঙ্কালকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেন। বলেন, সুশান্ত ঘোষের ঘনিষ্ঠদের বড় অংশ বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত। সিপিএম নেতা সুকুর আলির ছেলের বিজেপির যুবনেতা বলেও দাবি করেন। অভিষেকের মন্তব্য, 'অমিত শাহকে বলুন, সুকুর আলির ইতিহাসটাও একবার পড়ে আসতে।'