
'আমরা পার্লামেন্ট চালাতে চাই। সরকার এসআইআর নিয়ে কথা বলতে চাইছে না কেন? ৪০ জন মারা গেছে। এটা নাটক?' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদের 'নাটক' মন্তব্য নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আজ বলেন, 'আমরা পার্লামেন্ট চালাতে চাই। বিরোধীরা এসআইআর নিয়ে আলোচনা চাইছে। এটা নাটক? এটা নাটক হলে পরের ইলেকশনে মানুষ রিপ্লাই দিয়ে দেবে।'
তিনি আরও দাবি, 'আপনি ৬ মাস লাগাতেন, ১ বছরে করতেন। আমরা এসআইআর-এর বিরোধীতা করছি না। তবে যে ভাবে গোটা প্রক্রিয়াটা হচ্ছে, তার বিপক্ষে।'
অনুপ্রবেশকারীরা ঢুকল কীভাবে?
এ দিন অভিষেকের প্রশ্ন, 'আপনি এসআইআর করছেন, কিন্তু বলতে পারছেন না যে কীভাবে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়লেন। আপনারা বলছেন যে ভোটার লিস্টে অনেক ভুঁয়ো ভোটার রয়েছে। আর এই ভোটার লিস্টের মাধ্যমে ১ বছর আগে জিতে আসা সরকার নাকি খাঁটি।... এসআইআর করুন। আপনি পাওয়ারে থাকবেন, যা খুশি করবেন। প্রশ্ন তো উঠবেই।'
তিনি আরও বলেন, 'বিএলও-রা মারা যাচ্ছে। এই বিএলওকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আর সেই বিএলও আত্মহত্যার কারণ হিসাবে কমিশনের নাম নিচ্ছে। আর আপনি বলছেন কেন প্রশ্ন করছেন?'
বাঙালিরা বাংলাদেশি
এই প্রসঙ্গেও তোপ দেগেছেন অভিষেক। তিনি বলেন, 'বাঙালিকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশ। আর আপনি বলছেন ড্রামা করছেন। যার কাছে জবাব নেই, তিনিই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন।' পাশাপাশি তিনি অনুপ্রবেশের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে বলেন।
কালো টাকা প্রসঙ্গ
এ দিন কালো টাকা নিয়েও মোদীর বিরুদ্ধে আওয়াজ তোলেন অভিষেক। তিনি বলেন, '১০ বছর আগে নোটবন্দির কথা ঘোষণা করেছিলেন। তারপর থেকে কালো টাকার প্রবাহ বেড়েছে। কোথায় সরকারের বিশ্বাসযোগ্যতা?'
তাঁর আরও প্রশ্ন, 'বিস্ফোরণ হচ্ছে রাজধানীতে। জঙ্গিরা দেশে প্রবেশ করছে। বিশ্বাসযোগ্যতা কোথায়?'
তাঁর মতে, সাধারণ মানুষ যদি সরকারের হাতে ক্ষমতা দিয়ে থাকে, তাহলে বিরোধীদেরও প্রশ্ন করার ক্ষমতা দিয়েছে। এটা নাটক নয়।
বাকি রয়েছে টাকা
অভিষেক এ দিনের বক্তব্যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও প্রশ্ন করেন। তিনি বলেন, 'বাংলার ২ লাখ কোটি টাকা বাকি রয়েছে। আমরা সেই বিষয়ে কথা বলতে চাইছি। কিন্তু আপনি ড্রামা বলছেন।... আমার তো দায়িত্ব এই বিষয়ে প্রশ্ন করার।... ২ লাখ কোটি টাকা আপনি দিচ্ছেন না। এটা কার টাকা?'