Advertisement

Abhishek Banerjee: '৫ বছরে উত্তরবঙ্গে কী করেছে BJP?' জলপাইগুড়ির ক্ষয়ক্ষতি নিয়ে খোঁচা অভিষেকের!

লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে টর্নেডোর তাণ্ডব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে সোমবার বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই উন্নয়ন নিয়ে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'উত্তরবঙ্গে কোনও উন্নয়ন করেনি বিজেপি।' রবিবার ৪ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ির একাংশ। ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে ৫ জনের। এই ঝড় নিয়েই লোকসভা ভোটের আগে তপ্ত বঙ্গ রাজনীতি। 

জলপাইগুড়িতে ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে অভিষেক।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2024,
  • अपडेटेड 4:31 PM IST
  • জলপাইগুড়িতে টর্নেডোর তাণ্ডব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
  • বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে ৫ জনের।

লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়িতে টর্নেডোর তাণ্ডব নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে সোমবার বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই উন্নয়ন নিয়ে বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'উত্তরবঙ্গে কোনও উন্নয়ন করেনি বিজেপি।' রবিবার ৪ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ির একাংশ। ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে ৫ জনের। এই ঝড় নিয়েই লোকসভা ভোটের আগে তপ্ত বঙ্গ রাজনীতি। 

বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেছেন, 'গত ৫ বছরে উত্তরবঙ্গে কী করেছে? দিল্লি থেকে কোনও ভাল প্রকল্প এনেছে কি? উত্তরবঙ্গে কোনও উন্নয়ন করেনি বিজেপি। অচ্ছে দিন করবে বলেছিল। মানুষ উপলব্ধি করছে।' এরপরেই অভিষেক বলেছেন, 'আগামী ৪৮ ঘণ্টায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে।' বিজেপিকে আক্রমণ করে অভিষেক আরও বলেছেন, 'দুর্বৃত্তদের কোনও জায়গা নেই বাংলায়। বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেব।' আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট। সেদিন ভোটগ্রহণ জলপাইগুড়িতে। উত্তরবঙ্গে লোকসভা আসনগুলি বিজেপির দখলে। এই আবহে ঝড়ের পর উন্নয়ন নিয়ে বিজেপিকে যে ভাবে আক্রমণ শানালেন অভিষেক, তা আলাদা তাৎপর্য পেয়েছে। 

জখমদের দেখতে হাসপাতালে অভিষেক।

ভোটের আগে জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব ঘিরে তৎপর হয়েছে সব রাজনৈতিক দলগুলিই। রবিবার গভীর রাতে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত এলাকায় যান তিনি। অন্য দিকে,এই ঘটনায় এক্স হ্যান্ডলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝড়-বিধ্বস্ত এলাকায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এদিন জলপাইগুড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। 

উত্তরবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস

অন্য দিকে, উত্তরের জেলাগুলিতে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement