Advertisement

রাজ্যপাল-সাক্ষাতের পরই ধরনা প্রত্যাহার, তবে ডেডলাইন বেঁধে দিলেন অভিষেক

সোমবার বিকেল ৪টে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। 'বঞ্চিত'দের ৭ জন প্রতিনিধিসহ রাজ্যপালের সঙ্গে দেখা করেন তৃণমূলের নেতা-বিধায়করা। ৫ অক্টোবর থেকে রাজভবনের সামনে ধর্নার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ৫ দিনের টালবাহানার পর অবশেষে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। আর তারপরেই রাজভবনের সামনে থেকে ধর্না তুলে নেওয়ার ঘোষণা করলেন তিনি। তৃণমূল নেত্রীর পরামর্শে পাল্টা 'সৌজন্য' দেখিয়ে ধর্না তুলে নেওয়া হচ্ছে, জানালেন অভিষেক। 

৩১ অক্টোবরের মধ্যে বাংলার মানুষের দাবি না মেটানো হলে ফের পথে নেমে আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2023,
  • अपडेटेड 8:18 PM IST
  • সোমবার বিকেল ৪টে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল।
  • 'বঞ্চিত'দের ৭ জন প্রতিনিধিসহ রাজ্যপালের সঙ্গে দেখা করেন তৃণমূলের নেতা-বিধায়করা।
  • ৫ অক্টোবর থেকে রাজভবনের সামনে ধর্নার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিকেল ৪টে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। 'বঞ্চিত'দের ৭ জন প্রতিনিধিসহ রাজ্যপালের সঙ্গে দেখা করেন তৃণমূলের নেতা-বিধায়করা। ৫ অক্টোবর থেকে রাজভবনের সামনে ধর্নার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ৫ দিনের টালবাহানার পর অবশেষে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। আর তারপরেই রাজভবনের সামনে থেকে ধর্না তুলে নেওয়ার ঘোষণা করলেন তিনি। তৃণমূল নেত্রীর পরামর্শে পাল্টা 'সৌজন্য' দেখিয়ে ধর্না তুলে নেওয়া হচ্ছে, জানালেন অভিষেক। 

বেঁধে দিলেন সময়সীমা
৩১ অক্টোবর পর্যন্ত সময়। তার মধ্যে বাংলার মানুষের দাবি না মেটানো হলে ফের পথে নেমে আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল। এমনটাই বললেন অভিষেক। ১ নভেম্বর থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যপালের আশ্বাস
এদিন বিকেলে অভিষেক ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি অবশ্য আশ্বাস দিয়েছেন, দুই সপ্তাহ নয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন, জানিয়েছে তিনি। 

অভিষেক বলেন, 'রাজ্যপাল যে উত্তর দিয়েছেন, কেউ জানেন না। তিনি কথা দিয়েছেন, দু’সপ্তাহ নয়, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের সঙ্গে আলোচনা করব। আমি যতদূর শুনেছি, ইতিমধ্যে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন তিনি। আশা করছি, এর বিহিত উনি করবেন।'

এদিন ধর্না মঞ্চ থেকে অভিষেক বলেন, 'রাজ্যপালকে বলা হয়েছে, আপনারও বাধ্যবাধকতা আছে, প্রয়োজনে ৩ সপ্তাহ নিন।'

সোমবার প্রায় ২০ মিনিট ধরে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠক চলে। তৃণমূল জানিয়েছে, রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। সেখানে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement