Advertisement

West Bengal AC Local Train: বাংলায় শীঘ্রই AC লোকাল ট্রেন আসছে, ভাড়া কত হতে পারে? যা জানা যাচ্ছে

হুদিন ধরেই রেল এসি ট্রেন চালানোর বিষয়ে কাজ করছিল। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে। শিয়ালদা রুটে শীঘ্রই চালু হচ্ছে এসি লোকাল ট্রেন। পূর্ব ভারতে এটাই প্রথম। দেশে দ্বিতীয়। 

ছবির ট্রেনটি মহারাষ্ট্রের। এমনই ট্রেন এবার আসছে বাংলাতেও।ছবির ট্রেনটি মহারাষ্ট্রের। এমনই ট্রেন এবার আসছে বাংলাতেও।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2025,
  • अपडेटेड 10:41 AM IST

Sealdah AC Local Train: নিত্যযাত্রী মাত্রেই ভয়ানক গরমে লোকাল ট্রেনে যাতায়াতের কষ্টটা জানেন। ভিড় ট্রেনে অনেকে অসুস্থও হয়ে পড়েন। তাই বহুদিন ধরেই রেল এসি ট্রেন চালানোর বিষয়ে কাজ করছিল। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে। শিয়ালদা রুটে শীঘ্রই চালু হচ্ছে এসি লোকাল ট্রেন। পূর্ব ভারতে এটাই প্রথম। দেশে দ্বিতীয়। 

কবে থেকে এসি লোকাল চালু হচ্ছে?

বর্তমান অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যেই শিয়ালদা রুটে এসি লোকাল চালু হয়ে যাবে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে সেই ট্রেন তৈরির কাজ প্রায় শেষ। চলতি সপ্তাহেই বাংলায় চলে আসবে ট্রেনটি। ১২ কোচের এই ট্রেনই ছুটবে শিয়ালদা লাইনে। 

আরও পড়ুন: AC লোকাল ট্রেন আসছে শিয়ালদা-হাওড়ায় ? ছবি VIRAL

ভাড়া বেশি

এসি ট্রেন তৈরির খরচ অনেক বেশি। তাছাড়া এমন ট্রেন চালাতে ও রক্ষণাবেক্ষণের জন্যও রেলকে অনেক বেশি টাকা গুনতে হবে। স্বাভাবিকভাবেই, এসি লোকাল ট্রেনের ভাড়াও অনেকটাই বেশি হবে। জানা যাচ্ছে, প্রায় ৭ থেকে ১০ গুণ বেশি দাম হতে পারে এসি লোকালের টিকিটের। 

অর্থাৎ, রুটের টিকিট ১০ টাকা, সেটার দাম প্রায় ৭০ টাকাও হতে পারে।  

তবে, মুম্বইয়ে কয়েক বছর আগে এসি লোকাল ট্রেন চালু হয়েছিল। সেখানে প্রাথমিকভাবে বেশি ভাড়ার কারণে যাত্রী সংখ্যা কম থাকলেও, পরে ভাড়া কমানোয় যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এসি ট্রেন কখন আসবে কীভাবে বুঝবেন?

নির্দিষ্ট সময়েই এই এসি ট্রেন চালানো হবে। টাইমটেবিলে তার উল্লেখ থাকবে। সেই মতো দেখে এসি লোকাল ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা। 

রেল সূত্রে খবর, বর্তমান টাইমটেবিলে কোনও পরিবর্তন করা হবে না। সেখানকার কোনও ট্রেনের সময় না বদলেই এসি ট্রেন চালানো হবে। 

এই ট্রেন কেমন দেখতে হবে?

সাধারণ ট্রেনের মতো আলাদা আলাদা কোচ হবে না। অনেকটা মেট্রো বা দূরপাল্লার ট্রেনের মতো ভেস্টিবিউলের মাধ্যমে কোচ সংযুক্ত থাকবে। এর ফলে এসির ঠান্ডা সহজে বের হবে না। আর এসি হওয়ায় স্বাভাবিকভাবেই মেট্রোর মতো অটোম্যাটিক স্লাইডিং ডোর থাকবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement