লোকসভা নির্বাচনের আগে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন বারাসতের তৃণমূলের তারকা সাংসদ চিরঞ্জিৎ চক্রবর্তী। বৃহস্পতিবার নিজের বিধানসভা এলাকায় একটি সভায় রাজনীতি ছাড়ার ব্যাপারে মুখ খুললেন। বললেন, 'এবার প্রমিস করছি, ছাড়ব। কী হবে। আমেরিকায় গিয়ে মেয়ের কাছে থাকব।'
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বাংলা ছবির এককালের সুপারস্টার। সেবার ভোটে লড়তে চান না বলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরক কাছে আর্জি জানিয়েছিলেন চিরঞ্জিৎ। কিন্তু পরে ফের ভোটে লড়ে বারাসত থেকে জয়ী হন অভিনেতা। ২০১১ সাল থেকে বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনেও লড়াই না করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। সামনে লোকসভা ভোট। তার আগে রাজনীতি ছাড়া নিয়ে চিরঞ্জিতের এহেন মন্তব্য নয়া মাত্রা যোগ করল।
এই প্রসঙ্গে চিরঞ্জিৎ বলেন, 'যতবার হাতজোড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি, যে আমায় ছেড়ে দিন। আমার কাজ নয়। আমি এই যুদ্ধের সেপাই নই। উনি ছাড়েন না কেন জানি না। আবার আমায় ডাকেন।' এবার জনতার উদ্দেশে বলেন, 'আপনারাও এত নির্দয় যে, আবার আমায় ভোটে জেতান।' তারপরেই তাঁর সংযোজন, 'এবার প্রমিস করছি, ছাড়ব। কী হবে। আমেরিকায় গিয়ে মেয়ের কাছে থাকব।'
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে রাজনীতি ছাড়া নিয়ে কোনও পদক্ষেপ করেননি চিরঞ্জিৎ। তাই এটা নিছকই তাঁর মন্তব্য নাকি আগামী দিনে রাজনৈতিক ময়দান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার আগাম বার্তা দিলেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
অতীতে তৃণমূল-ত্যাগ করেছেন বাংলা ছবির নায়িকা দেবশ্রী রায়ও। ২০২১ সালে ভোটের আগে রাজনীতি থেকে সরে দাঁড়ান একদা বাংলা ছবির পয়লা নম্বর নায়িকা। সম্প্রতি রাজনীতি থেকে সরতে চেয়ে সাংসদ পদে ইস্তফা দিয়েছেন আরও এক অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভোটে না লড়াই করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সুপারস্টার দেবও। তবে পরে তিনি মত বদলেছেন।