Advertisement

Mithun Chakrborty: 'তৈরি থাকুন, মাঠে নামছি', তারিখ বলে দিলেন মিঠুন

ছাব্বিশে বাংলায় বিধানসভা ভোটের বাদ্যি যেন বেজে গেল পঁচিশের শ্রাবণেই। শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভামঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী যুদ্ধের কার্যত দামামা বাজিয়ে দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। নায়কোচিত কায়দায় মিঠুন বললেন, 'তৈরি থাকুন, মাঠে নামছি।' কবে থেকে তিনি মাঠে নামছেন, সেই তারিখও জানিয়েছেন পর্দার 'ফাটাকেষ্ট'। 

মিঠুন চক্রবর্তী।মিঠুন চক্রবর্তী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jul 2025,
  • अपडेटेड 5:36 PM IST
  • মিঠুন বললেন, 'তৈরি থাকুন, মাঠে নামছি।'
  • কবে থেকে তিনি মাঠে নামছেন, সেই তারিখও জানিয়েছেন পর্দার 'ফাটাকেষ্ট'। 
  • রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে এদিন আক্রমণও করেছেন মিঠুন।

ছাব্বিশে বাংলায় বিধানসভা ভোটের বাদ্যি যেন বেজে গেল পঁচিশের শ্রাবণেই। শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভামঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী যুদ্ধের কার্যত দামামা বাজিয়ে দিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। নায়কোচিত কায়দায় মিঠুন বললেন, 'তৈরি থাকুন, মাঠে নামছি।' কবে থেকে তিনি মাঠে নামছেন, সেই তারিখও জানিয়েছেন পর্দার 'ফাটাকেষ্ট'। 

কী বলেছেন মিঠুন

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে দুর্গাপুরের সভায় মিঠুন বঙ্গবাসীর উদ্দেশে বলেছেন, 'আমি রাজনীতি করি না, মানুষনীতি করি। তাই বার বার দৌড়ে আসি কিছু করার জন্য এবার তৈরি হয়ে মাঠে নামছি। ২৩-২৪ তারিখ থেকে পুরো মাঠে নামব। আপনাদের সঙ্গে থাকব, কথা বলব, সমস্যা জানব। মাঠে একসঙ্গে নেমে লড়াই করব। এই লড়াই পশ্চিমবঙ্গে অনেক দিন মনে থাকবে।'

রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে এদিন আক্রমণও করেছেন মিঠুন। বলেছেন, 'পুলিশকে বলুন নিরপেক্ষ হতে, তা হলে দেখবেন বিজেপি কী করতে পারে। আমি আপসের রাজনীতি করি না। জীবনে এই ধরনের রাজনীতি করি না। তৈরি থাকুন, ময়দানে নামছি, লড়াইয়ের জন্য।'

উল্লেখ্য, এর আগেও রাজ্যে নির্বাচনে বিজেপির প্রচারে শামিল হয়েছিলেন মিঠুন। তবে তিনি কখনওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিজেপিতে কোনও পদেও নেই মিঠুন। 

অন্য দিকে, শুক্রবার দুর্গাপুরের সভার আগে বিহারের মোতিহারির সভায় বাংলার উন্নয়নের বার্তা দিয়েছেন মোদী। বিহারের সভায় পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়নের বার্তা দিতে গিয়ে মোদী বলেছেন, 'আমাদের সঙ্কল্প আছে, আগামী দিনে পশ্চিম ভারতে যেমন মুম্বই রয়েছে, তেমনই পূর্ব ভারতে মোতিহারির নাম হবে...পুণের মতো পটনা হবে, ওখানেও উন্নয়ন হবে। জয়পুরের মতো জলপাইগুড়ি, জাজপুর হবে, বেঙ্গালুরুর মতো বীরভূমের লোকেদেরও উন্নয়ন হবে। পূর্ব ভারতকে উন্নয়নের জন্য বিহারকে বিকশিত বিহার বানাতে হবে।'
 

Read more!
Advertisement
Advertisement