Advertisement

Adhir Against Yusuf: 'বিশ্বকাপ জয়ের ছবি দিয়ে প্রচার,' ইউসুফের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ অধীরের

ইউসুফ পাঠানের বিরুদ্ধে কমিশনে নালিশ করলেন অধীররঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিদায়ী সাংসদের দাবি, বিশ্বকাপের ছবি ব্যবহার করছেন তৃণমূল প্রার্থী। তাঁর কথায়, '২০১১-র বিশ্বকাপ জয়ের ছবি ভোটের প্রচারে ব্যবহার করছেন ইউসুফ।'

ইউসুফের বিরুদ্ধে অভিযোগ অধীরের
Aajtak Bangla
  • বহরমপুর,
  • 27 Mar 2024,
  • अपडेटेड 6:12 PM IST
  • ইউসুফ পাঠানের বিরুদ্ধে কমিশনে নালিশ করলেন অধীররঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিদায়ী সাংসদের দাবি, বিশ্বকাপের ছবি ব্যবহার করছেন তৃণমূল প্রার্থী।
  • অধীরের দাবি, বিশ্বকাপ খেলার সময়ে গোটা দেশের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে অন্য প্লেয়াররাও আছেন।
  • সেই ছবি প্রচারে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ অধীরের। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, এর মাধ্যমে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন ইউসুফ পাঠান। 

ইউসুফ পাঠানের বিরুদ্ধে কমিশনে নালিশ করলেন অধীররঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিদায়ী সাংসদের দাবি, বিশ্বকাপের ছবি ব্যবহার করছেন তৃণমূল প্রার্থী। তাঁর কথায়, '২০১১-র বিশ্বকাপ জয়ের ছবি ভোটের প্রচারে ব্যবহার করছেন ইউসুফ।'

অধীরের দাবি, বিশ্বকাপ খেলার সময়ে গোটা দেশের প্রতিনিধিত্ব করেছেন। সেখানে অন্য প্লেয়াররাও আছেন। সেই ছবি প্রচারে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ অধীরের। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, এর মাধ্যমে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন ইউসুফ পাঠান। 

উল্লেখ্য, ইতিমধ্যেই জোরকদমে বহরমপুরে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন ইউসুফ পাঠান। রাজনীতির মঞ্চে একেবারেই নতুন। শুধুমাত্র ক্রিকেট তারকার জনপ্রিয়তা দিয়েই তিনি জিতবেন কিনা, তাই নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর প্রকাশ্যেই দাবি করেন, 'দুর্বল প্রার্থী দিয়ে আসলে অধীরকেই জেতার সুযোগ করে দিল তৃণমূল।' নির্দল হিসাবেও ভোটে দাঁড়ানোর হুমকি দেন তিনি। 

কিন্তু পরে অবশ্য ইউসুফকেই 'মেনে নিয়েছেন' হুমায়ুন। ইউসুফের পাশেই প্রচার মঞ্চে দেখা যায় হুমায়ুনকেও। 

অন্যদিকে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ইউসুফ 'বহিরাগত' প্রার্থী। এখানকার রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে তিনি অবগত নন। 

যদিও হাল ছাড়তে নারাজ ইউসুফ পাঠান। নির্বাচনী প্রচারে বেরিয়েই জানিয়েছেন যে তিনি বহিরাগত নন। পাল্টা যুক্তি সাজিয়ে তিনি বলেন, 'সবচেয়ে বড় উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গুজরাতের বাসিন্দা। ভোটে লড়ছেন বারাণসী থেকে। রাহুল গান্ধী ওয়েনাড় থেকে লড়ছেন। তা হলে? আপনাদের ভালবাসায় দেশের যে কোনও প্রান্তে লড়তে পারি। বলুন আমি কি বহিরাগত?' এরপরেই তাঁর মন্তব্য, 'এটা আমারই বাড়ি। এখানে থাকতে এসেছি।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement