প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই সিদ্ধান্তে প্রণববাবুর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন শর্মিষ্ঠা। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরিও প্রতিক্রিয়া দিয়েছেন।
অধীরের মন্তব্য:
অধীর চৌধুরি বলেন, "প্রণব মুখোপাধ্যায় একজন রাজনৈতিক তারকা ছিলেন। তবে যাঁরা আমাদের মাঝে আর নেই, তাঁদের নিয়ে রাজনীতি না করাই শ্রেয়। তাঁর আত্মার শান্তি বজায় রাখতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের জন্য কাজ করা উচিত। কারণ প্রণববাবু এই নীতিগুলিতেই বিশ্বাস রাখতেন।"
তিনি আরও বলেন, "প্রণব মুখোপাধ্যায় ভোটে দাঁড়াতে চাননি। তবে সনিয়া গান্ধীর অনুরোধে তিনি রাজি হন এবং ৭৩ শতাংশ মুসলিম ভোটের সমর্থন নিয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন।"
শর্মিষ্ঠার প্রতিক্রিয়া:
ভারত সরকারের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে প্রণববাবুর কন্যা শর্মিষ্ঠাকে জানানো হয়েছে, দিল্লির রাজঘাট এলাকার রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। শর্মিষ্ঠা জানিয়েছেন, "আমরা কোনও অনুরোধ না জানিয়েও বাবার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা আরও বেশি করে ভাল লেগেছে। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত কিন্তু সহৃদয় আচরণ আমাকে খুবই স্পর্শ করেছে।"
মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর শর্মিষ্ঠা তাঁর এক্স (আগের টুইটার) হ্যান্ডলে এই খবরটি শেয়ার করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রণববাবুর সঙ্গে অধীরের ঘনিষ্ঠতার স্মৃতিচারণ:
প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণ করেন অধীর চৌধুরি। তিনি জানান, "আমিই জোর করে তাঁকে মুর্শিদাবাদে এনেছিলাম।"
উল্লেখ্য, ২০০৪ সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রণববাবুকে লড়ার প্রস্তাব দেন অধীর চৌধুরি। প্রথমে প্রণববাবু রাজি হননি। তিনি বলেছিলেন, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে ব্রাহ্মণ পরিবারের সদস্য হিসেবে ভোটে দাঁড়ানো তাঁর পক্ষে সহজ হবে না। কিন্তু অধীরের অনুরোধ, "আমাকে লেট ডাউন করবেন না," প্রণববাবুর মনে দাগ কাটে। এরপর তিনি জঙ্গিপুর থেকে প্রার্থী হতে রাজি হন। অধীর বলেন, "এই শব্দবন্ধটাই (লেট ডাউন করবেন না) প্রণববাবুর মনে গভীর প্রভাব ফেলেছিল।"
কেন্দ্রের কাছে অধীরের আহ্বান:
প্রণববাবুর স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও অধীর চৌধুরি বলেন, "কেবল স্মৃতিসৌধ নির্মাণ করলেই প্রণব মুখোপাধ্যায়ের প্রতি যথাযোগ্য সম্মান জানানো হবে না। বরং তাঁর আদর্শ মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কাজ করতে হবে।"
প্রাক্তন রাষ্ট্রপতিদের সম্মানে কেন্দ্রের অবস্থান:
প্রণববাবুর স্মৃতিসৌধ নির্মাণের খবর সামনে আসার পর কংগ্রেসের তরফে দাবি জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণের পর তাঁর জন্যও একটি উপযুক্ত স্মৃতিসৌধ নির্মাণ করা উচিত। দিল্লির কংগ্রেস শিবির ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে।