Advertisement

Adhir Ranjan Chowdhury: রাহুলকে কুরুচিকর মন্তব্য, শুভেন্দু নিয়ে অধীর বললেন, 'কুকুর, ছাগল, বেড়ালদের জবাব দিই না'

রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিতর্কে শুভেন্দু অধিকারী। তবে তাতে আমল দিতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2024,
  • अपडेटेड 2:05 PM IST
  • রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিতর্কে শুভেন্দু অধিকারী।
  • আমল দিতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী।
  • প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন, 'কুকুর, ছাগল, বিড়াল কোথায় কী বলে আমি তার অত জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না।'

রাহুল গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিতর্কে শুভেন্দু অধিকারী। তবে তাতে আমল দিতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন, 'কুকুর, ছাগল, বেড়াল কোথায় কী বলে আমি তার অত জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না।'

রাহুলের ন্যায় যাত্রা সম্পর্কে রবিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এর জবাবে শুভেন্দু অধিকারী বলেন, 'গত চারদিন ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী... রাহুল গান্ধী... কে হরিদাস পাল! একটা গা*।' এক সংবাদমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in ।

এর পরেই রাজনৈতিক মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে। কংগ্রেস তো বটেই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও শুভেন্দু অধিকারীর 'কু-শব্দের' বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। রায়গঞ্জ থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি শিলিগুড়ি থানায় অভিযোগ করেন আর এক কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। 

এদিন এই বিষয়ে অধীর রঞ্জন রায়চৌধুরির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তখন তিনি বলেন, 'তার জন্য আমাদের লোকেরা কেস ঠুকছে এখন। কুকুর ছাগল বেড়াল কোথায় কীভাবে কী বলে, আমার অত তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না।'

এর পাশাপাশি এদিন ১০০ দিনের বকেয়া টাকা নিয়েও এদিন মুখ খোলেন অধীর। তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রীকে বলব ১০০ দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমরাও চাই যে ১০০ দিনের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্না দিয়ে কী করবেন। চলুন আপনি দিল্লিতে গিয়ে ধরনা দেবেন। একদিন নয়, লাগাতার।' এরপর সিঙ্গুরের কথা মনে করিয়ে দিয়ে অধীর বলেন, 'আপনি সিঙ্গুর আন্দোলনে ২৮ দিন অনশন করেছিলেন। তো ১০০ দিনের কাজের বঞ্চিত মানুষের জন্য চলুন না দিল্লিতে একবার অনশন করবেন। এক মাস আমরাও থাকব আপনার সঙ্গে।'

অনুতপ্ত নন শুভেন্দু
সোমবার বিধাননগরে বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখানে তাঁর এই মন্তব্য নিয়ে বিতর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। উত্তরে শুভেন্দু বলেন, 'আমি কি অসংসদীয় শব্দ বলেছি? যাঁরা আমার বিরুদ্ধে আপনাদের কাছে অভিযোগ করেছেন, কী বলেছেন তাঁরা?' এর পাশাপাশি তিনি দাবি করেন, রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করেননি। উল্টে বলেন, 'সম্মানিত নেতা উনি, যিনি নিজেকে জাতীয় নেতা বলেও দাবি করেন। এত দিনের সাংসদ, নিশ্চিয়ই তিনি নেতা। তিনি বলছেন সকালবেলা উঠে আমরা কি করি? স্টোভের ওপর কয়লা দিয়ে চা বানাই। এটা কি বাস্তব সম্মত কথা? না বোকাদের কথা? বোকার মতো কথা বলেছেন বলে বোকাই বলেছি। এর সঙ্গে কোনও অশালীন বা অসংসদীয় শব্দ নেই। বোকাকে পশ্চিমবঙ্গে যে চলতি ভাষায় বলে সেই শব্দ প্রয়োগ করা হয়েছে। এতে কোনও ব্যক্তিগত আক্রমণ নেই। কোনও অসংসদীয় বক্তব্য নেই।' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement