
দেশে বড় বড় ইস্যুর অভাব নেই। অথচ অন্যদিকেই নজর টানতে ব্যস্ত বিজেপি তৃণমূল। মঙ্গলবার এমনটাই বললেন অধীর চৌধুরী। প্রাক্তন কংগ্রেস সাংসদের মতে, লোকসভায় দেশের নিরাপত্তা, SIR এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়া উচিত। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার এসব প্রসঙ্গ পাশ কাটিয়ে ‘বন্দে মাতরম্’কে কেন্দ্র করে মেরুকরণের রাজনীতি শুরু করেছে। আগামী সপ্তাহে সোমবার ‘বন্দে মাতরম্’ এর ১৫০ বছর উপলক্ষে লোকসভায় আলোচনা প্রস্তাব আনা হয়েছে।
অধীরের অভিযোগ, SIR, জাতীয় নিরাপত্তার মতো(দিল্লি বিস্ফোরণের আবহে) জরুরি বিষয়ে নানা প্রশ্ন উঠছে। সেগুলি নিয়েই বরং আলোচনার হওয়া উচিৎ। কিন্তু বিজেপি ইচ্ছাকৃতভাবে অন্য ইস্যু টেনে এনে লোকসভায় উত্তেজনা তৈরি করছে। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকেও তুলোধোনা করেন।
মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ‘বাবরি মসজিদ’ তৈরি নিয়েও কড়া আক্রমণ করেন অধীর। তাঁর দাবি, নির্বাচনের মুখে তৃণমূলও ধর্মীয় মেরুকরণে নেমেছে। নাম না করে অধীর বলেন, 'এক তৃণমূল নেতা দাবি করছেন, তিনি নাকি বাবরি মসজিদের শিলান্যাস করছেন। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই বলছেন না।'
অধীর আরও দাবি করেন, মুর্শিদাবাদে মানুষের মূল দাবিই হল কর্মসংস্থান। বলেন, 'মানুষ চাকরি চায়, উন্নয়ন চায়। কিন্তু নির্বাচনের আগে শাসকদল মন্দির মসজিদের ইস্যুতে উত্তেজনা ছড়াচ্ছে।' তাঁর অভিযোগ, এই একই বিধায়ক একসময় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। সেই বিতর্কিত মন্তব্যের পরও মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না, সেই প্রশ্নও তোলেন অধীর।