কলকাতার কাছেই 'প্যারামোটর গ্লাইডিং' চালুর পরিকল্পনা। উত্তর ২৪ পরগনার বীজপুরে ইতিমধ্যেই ট্রায়াল রান কমপ্লিট। এখন খালি আবেদন ও প্রশাসনিক অনুমতির অপেক্ষা।
বীজপুরে প্যারামোটর গ্লাইডিংয়ের ট্রায়াল
জানা গিয়েছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে প্রায় ৯ কিলোমিটার এলাকাকে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। সেই অংশেই মথুরা বিলের মাঠে ট্রায়াল রান হয় প্যারামোটর গ্লাইডিংয়ের।
ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারী এবং হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ।
অ্যাডভেঞ্চার স্পোর্টসকে কেন্দ্র করে পর্যটন
বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সাংসদ পার্থ ভৌমিককে এই জায়গাটি সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছেন। প্যারামোটর গ্লাইডিং ছাড়াও এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। পর্যটন কেন্দ্র হিসেবে জায়গাটির গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে।
তিনি আরও জানান, দিঘা-মন্দারমণিতে প্যারাগ্লাইডিং চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বীজপুরেও সুরক্ষা বিধি মেনে প্যারামোটর গ্লাইডিং চালু করা যেতে পারে।
ব্যারাকপুরের এসডিও সৌরভ বারিক জানিয়েছেন, এই বিষয়ে তিনি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল নন। পুরো বিষয়টি জানার পর তিনি বিস্তারিত তথ্য দিতে পারবেন।
কর্মসংস্থানের সম্ভাবনা
কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারী মনে করেন, এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক আসবেন। এর ফলে কর্মসংস্থানও বাড়বে।
প্রশাসনের অনুমোদন পেলে কলকাতার কাছেই অ্যাডভেঞ্চার স্পোর্টসের নতুন কেন্দ্র গড়ে উঠতে পারে। এখন দেখার, কবে প্রকল্পটি বাস্তবায়িত হয়। প্রশাসন সূত্রে যদিও খবর, এখনও এই মর্মে আবেদন জমা পড়েনি।
সংবাদদাতা- দীপক দেবনাথ