Advertisement

এবার বাংলায় ভোটার যাচাই প্রক্রিয়া, বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার যাচাই প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে একটি চিঠি লিখে এই বিষয়ে অবহিত করেছে এবং রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া শুরু করতে বলেছে।

 ভোটার যাচাইয়ের  নির্দেশ নির্বাচন কমিশনের ভোটার যাচাইয়ের নির্দেশ নির্বাচন কমিশনের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Aug 2025,
  • अपडेटेड 3:57 PM IST

 মৃত বা নিখোঁজ ভোটারদের খুঁজে খুঁজে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে মামলাও চলছে সুপ্রিম কোর্টে। এর মধ্যেই ভোটার তালিকার বিশেষ সংশোধনে প্রথম দফা শেষে বিহারের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। আর এবার বিহারের পর, এখন বাংলাতেও  নির্বাচন কমিশন ভোটার যাচাই প্রক্রিয়া শুরু করল।

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার যাচাই প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে একটি চিঠি লিখে এই বিষয়ে অবহিত করেছে এবং রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া শুরু করতে বলেছে।  প্রসঙ্গত,  বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। SIR প্রক্রিয়ার আওতায়, ১ অগাস্ট বিহারে  খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

এই প্রক্রিয়ার পর, বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে। এদের বেশিরভাগই এমন ভোটার যারা আর এই পৃথিবীতে নেই। বাকিরা হলেন সেইসব ভোটার যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গেছেন। এমন কিছু ভোটারও আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় নিবন্ধিত ছিল। তবে, বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে ভোট চুরি বলে অভিহিত করছে।

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই SIR ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল যে কমিশন  বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করবে। কমিশন অগাস্ট মাসে বাংলায় SIR শুরু করতে পারে। এই ইস্যুতে বাংলার শাসক দল হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তৃণমূল সতর্ক করে দিয়েছে যে, বাংলায় যদি কোনও যোগ্য ভোটারের নাম বাদ পড়ে, তাহলে তারা রাস্তায় নামবে।

Read more!
Advertisement
Advertisement