Advertisement

Mamata Banerjee: আরজি করকাণ্ডের পর প্রথমবার, মমতার মন্ত্রিসভার বৈঠক ২৮ অগাস্ট

কলকাতার আরজি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে মন্ত্রিসভার বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আগামী ২৮ অগাস্ট বিকেল সাড়ে ৪টায় বৈঠক করার কথা। একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 

মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2024,
  • अपडेटेड 8:31 AM IST
  • কলকাতার আরজি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি।
  • এই আবহে মন্ত্রিসভার বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
  • আগামী ২৮ অগাস্ট বিকেল সাড়ে ৪টায় বৈঠক করার কথা।

কলকাতার আরজি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে মন্ত্রিসভার বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আগামী ২৮ অগাস্ট বিকেল সাড়ে ৪টায় বৈঠক করার কথা। একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। ২৮ অগাস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 

সমস্ত মন্ত্রীকে বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। 
চলতি মাসের ৫ তারিখে শেষবার মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মমতা। 

আরজি করের ঘটনায় ফাঁসির শাস্তির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহত চিকিৎসকের বাড়িতে যান তিনি। নিহত চিকিৎসকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে সেই ক্ষতিপূরণ নিতে চাননি নিহত চিকিৎসকের বাবা-মা। আরজি করপকাণ্ডের প্রতিবাদে কলকাতায় পদযাত্রা করেন মমতা। তবে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। প্রায় রোজদিনই বিক্ষোভ-মিছিল হচ্ছে। আগামী সপ্তাহে নবান্ন অভিযানের ডাক দিয়েছে পদ্ম শিবির। এই প্রেক্ষাপটে মমতার মন্ত্রিসভার বৈঠক উল্লেখযোগ্য। 

অন্য দিকে, আরজি করের ঘটনায় শুনানি চলছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৫ সেপ্টেম্বর। 

তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনই কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। চিকিৎসকদের কর্মবিরতি তোলার জন্য আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। অন্য দিকে, আজ থানা ঘেরাও কর্মসূচি করবে বিজেপি। আরজি করের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement