মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানীর বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই গেছেন মুখ্যমন্ত্রী মমতা। মুম্বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন। তাঁর বান্দ্রার বাসভবন "মাতোশ্রী"-তে গিয়েছিলেন মমতা।
শুক্রবার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এসপি) সভাপতি শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেন মমতা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এটি মমতার প্রথম মুম্বই সফর। তৃণমূল সুপ্রিমো দক্ষিণ মুম্বইতে শরদ পাওয়ারের বাসভবন 'সিলভার ওক'-এ গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।
এদিন উদ্ধবকে পাশে নিয়ে মমতা মোদী ও চন্দ্রবাবু নাইডু-নীতীশ কুমারের জোট সরকারকে আক্রমণ করেন। বলেন, "কেন্দ্রের এই সরকার স্থায়ী নয়। বেশি দিন চালাতেও পারবে না।’’ এরপর সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, তিনি কি চন্দ্রবাবুদের ভাঙিয়ে আনার কথা বলছেন? জবাবে মমতা বলেন, ‘‘আমি কোনও ব্যক্তি সম্পর্কে মন্তব্য করব না। কারও বিরুদ্ধেও বলব না। কারও পক্ষেও বলব না।’’ খেলা হবে কিনা সে প্রসঙ্গে বলেন, ‘খেলা শুরু হয়ে গিয়েছে। খেলা চলতে থাকবে।’’ এদিন, লোকসভা নির্বাচনের আগে উদ্ধবের হাত থেকে দলের প্রতীক কেড়ে নেওয়ার প্রসঙ্গও তোলেন। তার পরেও তাঁর লড়াই "বাঘের বাচ্চার" মতো বলে মন্তব্য করেন।
প্রসঙ্গত, মুম্বইতে এক দিনের সফরে যান মমতা। এদিন অনন্ত অম্বানির বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে দেখা করেন উদ্ধব ঠাকরের সঙ্গে। ইন্ডিয়া জোটের দুই সদস্য তৃণমূল কংগ্রেস, এনসিপি (এসপি) এবং শিবসেনা (ইউবিটি) -র রাজনৈতিক সৌজন্যে সাক্ষাৎ হয়। ৪ জুনের লোকসভার ফলাফলে ইন্ডিয়া জোট প্রত্যাশার চেয়ে ভালো ফল দেখা যায়।