কর্মী নিয়োগের পরীক্ষায় কারচুপির অভিযোগ। আটক করা হল ৫ পরীক্ষার্থীকে। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়াতে। জানা গিয়েছে, কোর্টের গ্রুপ ডি, এলডিসি, ইউডিসি কর্মী নিয়োগের পরীক্ষা ছিল। সেখানেই এই কারচুপি নজরে আসে। জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষার্থীদের কাছ থেকে ইলেক্ট্রনিক্স ডিভাইস পাওয়া গিয়েছে। যার জেরেই তাদের গ্রেফতার করা হয়েছে।
বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ছিল পরীক্ষা কেন্দ্র। এর মধ্যে বাঁকুড়া সদর থানায় ছিল ১৭টি পরীক্ষা কেন্দ্র। সূত্রের খবর পরীক্ষা চলাকালীন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া হিন্দু স্কুল, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ৫ পরীক্ষার্থীর কাছ থেকেই উদ্ধার হয় ইলেক্ট্রনিক্স ডিভাইস। এই ৫ জনের মধ্যে রয়েছে এক মহিলা পরীক্ষার্থীও। ধৃতদের বাড়ি নদিয়া, মালদা ও মূর্শিদাবাদে। জানা গিয়েছে এদিনের পরীক্ষা চলাকালীন ওই পরীক্ষাকেন্দ্রের পরিদর্শকদের নজরে আসে ওই পাঁচ পরীক্ষার্থীর কাছে রয়েছে মোবাইল। পরে পুলিশ গিয়ে ওই পাঁচ পরীক্ষার্থীকে থানায় নিয়ে আসে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ও ডিভাইস বাজেয়াপ্ত করে বাঁকুড়া সদর থানায় পুলিশ। ধৃতদের সোমবার, ২৪ ফেব্রুয়ারি হাজির করা হয় বাঁকুড়া জেলা আদালতে। যদিও পরীক্ষায় কারচুপির অভিযোগ অস্বীকার করেছে ধৃত এক পরীক্ষার্থীর মা। তাঁর দাবি, ভুল করে তাঁর ছেলে মোবাইল নিয়ে ঢুকে পড়েছিল পরীক্ষা কেন্দ্রে।
প্রতিবেদন-স্বপন কুমার মুখার্জি