Advertisement

Tarapith: তারাপীঠে পুজোর VIP লাইনে ৫০০ টাকা? মন্দিরে দেদার দুর্নীতিতে সরব সেবায়েত

বীরভূমের তারাপীঠ মন্দিরে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ হলেন মন্দিরের সেবায়েত নিখিল বন্দ্যোপাধ্যায়। আজ সকালে তিনি মহকুমা শাসক সৌরভ পান্ডের দফতরে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তিনি অভিযোগ করেছেন, মন্দিরে ভিআইপি লাইনে পুজো দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং আর্থিক স্বচ্ছতা নেই।

বীরভূমের তারাপীঠ মন্দির।-ফাইল ছবিবীরভূমের তারাপীঠ মন্দির।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 11:18 AM IST
  • বীরভূমের তারাপীঠ মন্দিরে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ হলেন মন্দিরের সেবায়েত নিখিল বন্দ্যোপাধ্যায়।
  • আজ সকালে তিনি মহকুমা শাসক সৌরভ পান্ডের দফতরে স্মারকলিপি জমা দেন।

বীরভূমের তারাপীঠ মন্দিরে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ হলেন মন্দিরের সেবায়েত নিখিল বন্দ্যোপাধ্যায়। আজ সকালে তিনি মহকুমা শাসক সৌরভ পান্ডের দফতরে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তিনি অভিযোগ করেছেন, মন্দিরে ভিআইপি লাইনে পুজো দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং আর্থিক স্বচ্ছতা নেই।

ভিআইপি লাইনে পুজোয় বৈষম্যের অভিযোগ
নিখিল বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিদিন প্রায় ১০০ জনের মতো ব্যক্তি—রাজ্যের বিভিন্ন মন্ত্রী, শাসকদলের নেতা-নেত্রী—মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেন। তবে গতকাল তাঁর চারজন আত্মীয় ভিআইপি লাইনে পুজো দিতে গেলে বাধা দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, রামপুরহাট ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় ভিআইপি লাইনে পুজো দেওয়া বন্ধ করে দেন। শুধু তাই নয়, মন্দিরের বেসরকারি নিরাপত্তারক্ষীদেরও সরিয়ে দেওয়া হয়।

আর্থিক স্বচ্ছতার অভাবের অভিযোগ
নিখিল বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, তারাপীঠ মন্দিরে উন্নয়নের নামে যে ৫০০ টাকা ভিআইপি ফি নেওয়া হয়, সেই অর্থের কোনও হিসাব রাখা হয় না। গত ১৫ বছর ধরে একই ব্যক্তি মন্দিরের সভাপতির পদে রয়েছেন, যা নিয়মবহির্ভূত বলে তিনি দাবি করেছেন। তাঁর বক্তব্য, নির্দিষ্ট সময় অন্তর সভাপতি নির্বাচন হওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

মহকুমা শাসকের আশ্বাস
নিখিল বন্দ্যোপাধ্যায় স্মারকলিপি জমা দেওয়ার পর মহকুমা শাসক সৌরভ পান্ডে জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। আর্থিক অনিয়মের বিষয়ে প্রয়োজনে তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে তারাপীঠে চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ভিআইপি লাইনে পুজো দেওয়া নিয়ে পক্ষপাতের অভিযোগ এবং আর্থিক স্বচ্ছতার প্রশ্নে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement