Advertisement

Howrah City Police: রাস্তায় পুলিশি হেনস্থার অভিযোগ, চোখের অপারেশন আটকে গেল শিশুর

Howrah City Police: মেয়ের চোখের অপারেশনের জন্য মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন শেখ সইদুল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মাঝরাস্তায় পুলিশি হেনস্থার কারণে বাতিল হয়ে যায় মেয়ের চোখের অপারেশন।

বাতিল হল শিশুর চোখ অপারেশনবাতিল হল শিশুর চোখ অপারেশন
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 4:26 PM IST
  • মেয়ের চোখের অপারেশনের জন্য মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন শেখ সইদুল।

মেয়ের চোখের অপারেশনের জন্য মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন শেখ সইদুল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মাঝরাস্তায় পুলিশি হেনস্থার কারণে বাতিল হয়ে যায় মেয়ের চোখের অপারেশন। কাঠগড়ায় সাঁতরাগাছি ট্রাফিক পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  

জানা যাচ্ছে, পুলিশের দাদাগিরি কারণে বাতিল হয় চোখের অপারেশন। গাড়ির দূষণ সংক্রান্ত কাগজপত্র ঠিক না থাকায় পুলিশ গাড়ি দাঁড় করিয়ে হেনস্থা করে বলে অভিযোগ শেখ সইদুলের। পূর্ব মেদিনীপুরের বাসিন্দার অভিযোগ, দীর্ঘক্ষণ গাড়ি আটকে রাখায় বাতিল হয়ে যায় মেয়ের একটি চোখের অস্ত্রোপচার। সাঁতরাগাছি ট্রাফিক পুলিশের কর্মীর বিরুদ্ধে অভিযোগ অভিযোগ উঠেছে। ২০০০ টাকা না দেওয়ায় গাড়ি আটকে রাখার অভিযোগ উঠেছে। 

পূর্ব মেদিনীপুরের বাসিন্দা শেখ সইদুল তাঁর সন্তানকে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে আসার সময় সাঁতরাগাছিতে গাড়ি আটকায় পুলিশ। বার বার অনুরোধ করা সত্ত্বেও রেহাই পায়নি মেয়েটির পরিবার। তাঁদের অভিযোগ, পুলিশ জানায়, জরিমানা না দিতে পারলে অতিরিক্ত টাকা দিতে হবে। এমনই অভিযোগ রোগীর পরিবারের। জানা গিয়েছে গাড়িটিকে পুলিশ আটকায় দুপুর বারোটায়। এরপর দুপুর দেড়টার সময় ওই গাড়িটিকে ছাড়ে পুলিশ। এদিকে হাসপাতালে ঢোকার কথা ছিল দুপুর দুটোয়। কিন্তু সেখানে ঢুকতে ঢুকতে আড়াইটে বেজে যায়। যার জন্য আর অপারেশন সম্ভব হয়নি। পুলিশের বিরুদ্ধে নবান্নে অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। পুরো বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে দাবি হাওড়া সিটি পুলিশের।

রিপোর্টারঃ হিমাদ্রি ঘোষ

Read more!
Advertisement
Advertisement