Advertisement

Amar Para Amader Samadhan: আজ থেকে শুরু হচ্ছে 'আমার পাড়া আমাদের সমাধান', কী কী সমস্যার সমাধান মিলবে?

আজ থেকে শহর এবং জেলায় জেলায় শুরু হচ্ছে 'আমার পাড়া আমাদের সমাধান' কর্মসূচি। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে একাধিক সমস্যার সমাধান মিলবে নাগরিকদের, প্রশাসনের দাবি এমনটাই। তালিকায় কী কী?

আমার পাড়া আমাদের সমাধানআমার পাড়া আমাদের সমাধান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Aug 2025,
  • अपडेटेड 10:34 AM IST
  • আজ থেকে শুরু 'আমার পাড়া আমাদের সমাধান'
  • এই প্রকল্পে একাধিক সমস্যার সমাধান মিলবে নাগরিকদের
  • তালিকায় কোন কোন সমস্যা?

আজ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে 'আমার পাড়া আমাদের সমাধান' কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে একাধিক সমস্যার সমাধান মিলবে নাগরিকদের। জেনে নিন তালিকায় কী কী রয়েছে-

শনিবার থেকেই রাজ্যের প্রতিটি জেলায় একযোগে বসছে ৫০০-রও বেশি শিবির, যার মধ্যে কলকাতাতেই রয়েছে ৪টি। প্রতি ৩টি বুথের ন্য একটি করে শিবির হবে। মোট ২৮ হাজারেরও বেশি শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এই কর্মসূচি চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। তবে দুর্গাপুজো এবং কালীপুজোর সময়ে বন্ধ থাকবে এই 'আমার পাড়া আমাদের সমাধান' শিবির। 

কোন কোন সমস্যার সমাধান মিলবে এই কর্মসূচিতে?

> নলকূপ বসানো বা মেরামতি
> বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে জলের সরবরাহ। 
> রাস্তার LED বা সোলার লাইট বসানো।
> অঙ্গনওয়াড়ির ছাদ সংস্কার
> প্রাইমারি স্কুলে রং করা, বেঞ্চের ব্যবস্থা। 
> শৌচালয় নির্মাণ বা সংস্কার।
> পুকুর সংস্কার, ঘাট বাঁধানো।
> বর্জ্য ও নিকাশি ব্যবস্থা।
> কমিউনিটি সেন্টার ও বাসস্টপ মেরামতি। 
> ফুটপাত তৈরি বা সংস্কার। 
> অ্যাম্বুল্যান্স ব্যবস্থা।
> বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যার সমাধান
> রিকশা/অটো স্ট্যান্ড তৈরি। 

বাজেট বরাদ্দ
প্রতি বুথে ১০ লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির জন্য। মোট বাজেট ৮ হাজার কোটি টাকা। কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে আগামী বছর জানুয়ারি মাস পর্যন্ত। 

কর্মসূচির উদ্দেশ্য
নাগরিক পরিষেবার উন্নয়নের পাশাপাশি এই প্রকল্প রাজ্যে কর্মসংস্থানের নতুন দিশা খুলে দেবে বলে মনে করছে প্রশাসন। একইসঙ্গে ১০০ দিনের কাজের টাকা দীর্ঘদিন বন্ধ থাকায় প্রশাসনের এই নয়া কর্মসূচির মাধ্যমে সেই ঘাটতি কিছুটা পূরণ হবে বলেও মনে করা হচ্ছে। 

নবান্নের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে সমাধান যেমন হবে, তেমনই বাড়বে মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ। মুখ্যমন্ত্রীর ‘ডোরস্টেপ গভর্নেন্স’ মডেল বাস্তবায়নে এটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ধাপ।

 

Read more!
Advertisement
Advertisement