Advertisement

Amarnath Cloudburst Nabanna Helpline: অমরনাথ বিপর্যয়ে আটকে বাংলার পর্যটকরা, হেল্প লাইন চালু নবান্নর

Amarnath Cloudburst: জম্মু ও কাশ্মীরের অমরনাথে মেঘভাঙা বৃষ্টির ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, অমরনাথ বিপর্যয়ে হতবাক। নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা, আটকে পড়া ও আটকে পড়াদের প্রতি সংহতি জানান।

অমরনাথ বিপর্যয়ে আটকে বহু বাংলার পর্যটক, হেল্প লাইন চালু করল নবান্নঅমরনাথ বিপর্যয়ে আটকে বহু বাংলার পর্যটক, হেল্প লাইন চালু করল নবান্ন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2022,
  • अपडेटेड 3:27 PM IST
  • অমরনাথে মেঘভাঙা বৃষ্টির ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • ট্যুইটে তিনি লেখেন, অমরনাথ বিপর্যয়ে হতবাক
  • নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা, আটকে পড়া ও আটকে পড়াদের প্রতি সংহতি জানান

জম্মু ও কাশ্মীরের অমরনাথে মেঘভাঙা বৃষ্টির ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, অমরনাথ বিপর্যয়ে হতবাক। নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা, আটকে পড়া ও আটকে পড়াদের প্রতি সংহতি জানান। পাশাপাশি, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম। (033- 22143526) এই হেল্পলাইন নম্বরে ফোন করলে বাংলার পর্যটকেরা যাবতীয় তথ্য পাবেন।

মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, আমাদের দিল্লি আরসি অফিস সক্রিয় করেছে, বাংলা থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারকে সংযুক্ত করেছে। অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে-পড়া পর্যটকদের বিষয়ে খবর নেওয়ার জন্য আগ্রহীরা পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোল রুম নম্বর 033-22143526-এ যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। মেঘ ভাঙা বৃষ্টিতে বেশ কটি তাঁবুর ভেসে যায়। এর কবলে পড়ে বহু মানুষ। তথ্য অনুসারে, বালতাল বলে একটি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন

আইটিবিপি-র তরফে জানানো হয়েছে যে বন্যার কারণে পবিত্র গুহা এলাকার কাছে আটকে পড়া বেশিরভাগ তীর্থযাত্রীকে পাঞ্জতারনিতে পাঠানো হয়েছে। ITBP তার রুটগুলো খুলে দিয়েছে এবং নিম্ন পবিত্র গুহা থেকে পাঞ্জতারনি পর্যন্ত প্রসারিত করেছে। ট্র্যাকে কোনও ভক্ত আটকে নেই। প্রায় ১৫ হাজার মানুষকে নিরাপদে পাঠানো হয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমান উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ, শনিবার সকালে ৬ তীর্থযাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। নিলাগার হেলিপ্যাডে মেডিকেল টিম উপস্থিত রয়েছে। মাউন্টেন রেসকিউ টিম ও অন্যান্য দল নিখোঁজদের খোঁজ করছে। ১৬ জনের নিহত বলে জানা গেছে, ৪৮ জন এখনও নিখোঁজ বলে জানা গেছে। উদ্ধারকাজ এখনও চলছে।

Read more!
Advertisement
Advertisement