Advertisement

সেপ্টেম্বরেই রাজ্যে শাহ, উত্তরবঙ্গের MP, MLA-দের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। BJP সূত্রে খবর, এবারের রাজ্য সফরে এসে তিনি যাবেন উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে সভা, বৈঠক করার কথা তাঁর। যদিও এনিয়ে রাজ্য BJP-র কোনও নেতা প্রকাশ্যে কিছু বলতে চাননি।

অমিত শাহ
সৌমেন কর্মকার
  • কলকাতা,
  • 31 Aug 2021,
  • अपडेटेड 8:33 AM IST
  • ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • BJP সূত্রে খবর, এবারের রাজ্য সফরে এসে তিনি যাবেন উত্তরবঙ্গে
  • দার্জিলিংয়ে সভা, বৈঠক করার কথা তাঁর

ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। BJP সূত্রে খবর, এবারের রাজ্য সফরে এসে তিনি যাবেন উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে সভা, বৈঠক করার কথা তাঁর। যদিও এনিয়ে রাজ্য BJP-র কোনও নেতা প্রকাশ্যে কিছু বলতে চাননি। 

কেন রাজ্যে আসছেন শাহ? 

BJP-র ওই সূত্রের দাবি, 'সেপ্টেম্বরের প্রথম দিকেই পশ্চিমবঙ্গ সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কবে সফরের দিন ঠিক হয়েছে, তা এখনও জানা যায়নি। অমিত শাহ যাবেন দার্জিলিংয়ে। সেখানে তিনি উত্তরবঙ্গের বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন। উত্তরবঙ্গের মানুষের দাবি-দাওয়া নিয়ে সেই বৈঠকে আলাচনা হতে পারে।' প্রসঙ্গত, একুশের নির্বাচনের ফলাফল সামনে আসার পর এই প্রথম রাজ্য সফরে আসছেন শাহ। 

আরও পড়ুন : Relationship : সেক্স ও টাকা নয়, ভারতীয়রা ভালোবাসেন এই জিনিসটি

উত্তরবঙ্গ সফরের মুখ্যমন্ত্রী মমতারও

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর সফরসূচিও চূড়ান্ত হয়নি বলেই খবর। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটিই হবে তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। সূত্রের খবর, ভোটে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার উত্তরবঙ্গ যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন, তবে খারাপ আবহাওয়ার জন্য যেতে পারেননি। 

আরও পড়ুন : Pakistan Janmashtami : পাকিস্তানে জন্মাষ্টমীতে মন্দিরে হামলা, ভাঙা হল কৃষ্ণের মূর্তি

উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি 

উত্তরবঙ্গের পরিস্থিতি রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে গত কয়েকমাস ধরেই। আলিপুরদুয়ারের BJP সাংসদ বারবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গড়ার দাবি জানিয়েছেন। আর সেই দাবিকে কার্যত সমর্থনও করেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও তিনি দরবার করেছিলেন বলে জানিয়েছিলেন।  এই পরিস্থিতিতে অমিত শাহর উত্তরবঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement