Advertisement

Anubrata Mondal Kajal Sheikh: কাজল 'সিংহ', কেষ্ট 'বাঘ', একই জঙ্গলে কী করে? AI ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন

বীরভূমে এবার 'বাঘ-সিংহের' লড়াই। AI ভিডিও করা হল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের। ভাইরাল ভিডিওতে এক নেতার সঙ্গী সিহং তো অপর নেতার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছে বাঘ।

অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ
Aajtak Bangla
  • বোলপুর ,
  • 18 Jun 2025,
  • अपडेटेड 11:51 AM IST
  • বীরভূমে 'বাঘ-সিংহের' লড়াই জমে উঠেছে
  • অনুব্রত মণ্ডল আর কাজল শেখের ভিডিও ভাইরাল
  • AI-এর দৌলতে দুই নেতার দ্বৈরথ এখন সোশ্যাল মিডিয়ায়

জঙ্গলের নিয়ম বলছে, বাঘ আর সিংহ একই টেরিটরির মধ্যে থাকে না। কিন্তু বীরভূমে এবার দেখা যাচ্ছে 'বাঘ'-'সিংহ' একই এলাকায়। অনুব্রত মণ্ডলকে জড়িয়ে ধরছে বাঘ। আবার কাজল শেখের সঙ্গী সিংহ। অবাক হচ্ছেন? এমনই অদ্ভূত ঘটনা ঘটল বীরভূমে। তবে বাস্তবে নয়, এই কীর্তি ফুটিয়ে তোলা হয়েছে AI ভিডিওর মাধ্যমে। দুই নেতার এই দুই AI ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দলীয় নির্দেশে সংঘাত মিটিয়ে তবে কি AI ভিডিওর মাধ্যমে নিজেদের টেরিটরি মার্ক করতে চাইছেন কেষ্ট-কাজল? 

রাজ্য-রাজনীতিতে এর আগেও AI ভিডিও দেখতে পাওয়া গিয়েছে। বিশেষ করে ভোটের আগে AI ভিডিওতে অনেক হেভিওয়েট ব্যাক্তিত্বের দেখা মিলেছে। তবে এবার একেবারেই অন্য আঙ্গিকে ধরা দিল বীরভূম। 

সদ্য ১৪ তারিখ কলকাতায় ডেকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, ববি হাকিম সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে সতর্ক করে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছে, ঠিক তখনই কেষ্ট-কাজলের অনুগামীরা বাঘ অনুব্রত আর সিংহ কাজলের দ্বৈরথের AI ভিডিও বানাতে ব্যস্ত। 

তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরেই ‘বাঘ’ বলে আখ্যা দিয়ে এসেছেন। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, একটি বিশালাকৃতির বাঘ এসে জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে। পাল্টা জবাব এসেছে কাজল শেখের অনুগামীদের পক্ষ থেকেও। অনুগামীরা পোস্ট করেছেন আর একটি AI ভিডিও। যেখানে একটি সিংহ এসে জড়িয়ে ধরছে বর্তমান জেলা সভাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখকে।  সোশ্যাল মিডিয়াতে অনুব্রতর ভিডিওতে কেউ লিখছেন, 'বাঘের বাচ্চা অনুব্রত মণ্ডল', কেউ লিখছেন, 'বীরভূমে একজনই বাঘ, তিনি অনুব্রত মণ্ডল'। আবার কাজলের ভিডিওতে কেউ লিখছেন, 'সিংহের গর্জন কাজলের', কেউ লিখছেন, 'ওদের বাঘ থাকলে আমাদের ভাইজান সিংহ'।

অনুব্রত মণ্ডলের অনুগামী সিউড়ি ২ নং ব্লক এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম দু'দিন আগে এই AI ভিডিওটি বানান। তাঁর কথায়, 'অনুব্রত মণ্ডল মানে আবেগ, তিনি বীরভূমের রাজনীতির মহাগুরু।' কাজল শেখের AI ভিডিও নিয়ে নাম না করে কটাক্ষ করছেন তিনি। আমিনুল বলেন,'কাক ময়ূরের পেখম লাগালে ময়ূর হয় না।'

Advertisement

পাল্টা যুক্তি দিয়েছেন কাজল শেখ অনুগামী তথা সাইবার সেলের অ্যাডমিন মীর রাজ। তিনি বলেন, 'বনের রাজা সিংহ। যাকে দেখে বাঘ সহ অন্য জন্তুরাও পালিয়ে যায়। কাজল শেখ এমনই একজন নেতা যিনি সবার রাজা।'

সোশ্যাল মিডিয়ায় এই বাঘ বনাম সিংহের প্রতীকী লড়াই বেশ জমে উঠেছে। দেদার লাইক, শেয়ার, কমেন্ট পড়ছে ভাইরাল হওয়া দুই ভিডিওতে। অনুব্রত মণ্ডল এই ভিডিও দেখে বলেন, 'দারুণ বানিয়েছে কিন্তু।' 

 

Read more!
Advertisement
Advertisement