বীরভূমে অনুব্রত মণ্ডলকে ঘিরে ফের বিতর্ক। গত বছরেই তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তারপরে ধীরে ধীরে রাজনীতিতে ফিরেছেন কেষ্ট। এই আবহে এবার অনুব্রত মণ্ডলের নামে ফ্যান ক্লাব তৈরি ঘিরে বিতর্ক দানা বাঁধল সিউড়িতে। অভিযোগ, ফুটপাথ দখল করে তৈরি করা হয়েছে ওই ফ্যান ক্লাব। প্রসঙ্গত, ফুটপাথ বেদখল হয়ে যাওয়া নিয়ে সম্প্রতি ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কীভাবে তৃণমূল জেলা সভাপতির নামে ফ্যান ক্লাব ফুটপাথে তৈরি করা হল, তা নিয়ে বিতর্ক বেধেছে।
অন্য দিকে, সিউড়িতে অনুব্রতের ফ্যান ক্লাবের ব্যানারে ছবি রয়েছে শুধুমাত্র মমতার। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। যা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
জানা গিয়েছে, সিউড়ি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় ওই ফ্যান ক্লাব তৈরি করা হয়েছে। সোমবার ওই ফ্যান ক্লাবের উদ্বোধন করেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী।
ফুটপাথে ফ্যান ক্লাব তৈরির বিতর্ক প্রসঙ্গে বিকাশ দাবি করেছেন যে, রাস্তা থেকে ৩ ফুট ছাড় রেখে সব নিয়ম মেনে এই ফ্যান ক্লাব তৈরি করা হয়েছে। তিনি আরও বলেছেন যে, প্রশাসন মনে করলে, এটা সরিয়ে দেওয়া হবে। অন্য দিকে, বীরভূমের বিজেপি জেলা সহ-সভাপতি দীপক দাস বলেছেন যে, এটা খুবই অন্যায় কাজ।