Advertisement

TMC Party Office: কেষ্টগড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? পার্টি অফিসে তালা বদল ঘিরে তরজা

TMC-র দলীয় কার্যালয়ে বদলে গেল তালা। ফের কেষ্টগড়ে প্রকাশ্যে দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল। কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রবেশ বন্ধ করলেন অনুব্রত অনুগামীরা, এমনই অভিযোগ উঠেছে। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
অহনা চট্টোপাধ্যায়
  • বীরভূম,
  • 17 Apr 2025,
  • अपडेटेड 11:32 AM IST
  • TMC-র দলীয় কার্যালয়ে বদলে গেল তালা।
  • ফের কেষ্টগড়ে প্রকাশ্যে দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল।
  • কেষ্ট ও কাজল অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়।

TMC-র দলীয় কার্যালয়ে বদলে গেল তালা। ফের কেষ্টগড়ে প্রকাশ্যে দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠল। কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রবেশ বন্ধ করলেন অনুব্রত অনুগামীরা, এমনই অভিযোগ উঠেছে। 

কেষ্ট ও কাজল অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এবার কাজল শেখ-ঘনিষ্ঠ ব্লক সভাপতির অফিসে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরের। এখানেই রয়েছে এই ব্লকের তৃণমূলের কার্যালয়। ওই কার্যালয়ে নতুন তালা লাগিয়েছেন এই ব্লকেরই অশ্বিনী মন্ডল, এমনই অভিযোগ। এমনকী, কার্যালয়ের নামও পাল্টে করা হয়েছে বাসুদেব রায় ভবন।

এই প্রসঙ্গে ব্লক সভাপতি নুরুল ইসলাম জানান, তাঁর অজান্তেই এই ঘটনা ঘটেছে। কোনও রকম নোটিশ ছাড়াই দরজায় অন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যার জন্য প্রবেশ করতে পারছেন না তাঁরা।

অন্যদিকে, কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডল বলেছেন, নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও দীর্ঘদিন ধরে যেহেতু লোক-সভাপতি আসেন না, তাই তাঁর চেয়ারটেবিলগুলোর পাশে সরিয়ে রাখা হয়েছে। অন্য কর্মী সমর্থকদের সুবিধার জন্য।

সংবাদদাতা- শান্তনু হাজরা
 

Read more!
Advertisement
Advertisement