Advertisement

Anubrata Mondal: জৌলুস ফিরছে অনুব্রতর গ্রামের পুজোয়, কী কী প্ল্যান কেষ্টর?

গ্রামের পুজোয় ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। এবারের দুর্গাপুজোয় তাঁর গ্রামের বাড়ির শতাব্দী প্রাচীন পুজোয় বাড়তি জৌলুস। নানুরের হাটসেরান্দি গ্রামে মণ্ডল বাড়ির পুজোকে কেন্দ্র করে রীতিমতো সাজো সাজো রব। প্রতিমা নির্মাণ প্রায় শেষের পথে। গ্রামজুড়ে উৎসবের আমেজ। 

অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল
স্বপন কুমার মুখার্জি
  • বোলপুর,
  • 24 Sep 2025,
  • अपडेटेड 6:30 PM IST

গ্রামের পুজোয় ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। এবারের দুর্গাপুজোয় তাঁর গ্রামের বাড়ির শতাব্দী প্রাচীন পুজোয় বাড়তি জৌলুস। নানুরের হাটসেরান্দি গ্রামে মণ্ডল বাড়ির পুজোকে কেন্দ্র করে রীতিমতো সাজো সাজো রব। প্রতিমা নির্মাণ প্রায় শেষের পথে। গ্রামজুড়ে উৎসবের আমেজ। 

অনুব্রত মণ্ডল জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও ষষ্ঠী বা সপ্তমীতে তিনি মায়ের মুখ দেখতে যাবেন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে গ্রামের বাড়িতে পৌঁছবেন। বিকেলে আবার ফিরবেন। তাঁর কথায়, “বাড়ির পুজো মানে পূর্বপুরুষের পুজো। ছোটবেলা থেকে এই দেখে আসছি। গ্রামের মানুষ খুব ভালো, নিষ্পাপ। তাই সবার সঙ্গে বসে কথা বলাটাই অন্যরকম আনন্দ।” 

২০২২ সালে সিবিআই ও ইডি-র গ্রেফতারি পরোয়ানার জেরে হাটসেরান্দির পুজোয় জৌলুস ম্লান হয়েছিল। তবে গত বছর জামিন পেয়ে মুক্তি মেলার পর ফের প্রত্যাবর্তন ঘটে তাঁর। সে সময় আর্থিক অসুবিধার কারণে আয়োজন আগের মতো না হলেও, এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে। জেলা কোর কমিটির আহ্বায়ক হিসেবে ফের বীরভূমে রাজনৈতিক জমি শক্ত করেছেন তিনি। ফলে এবারের পুজোয় আয়োজন এবং ভিড়—দুটিই বাড়বে বলে আশা গ্রামবাসীর। 

গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন, চারদিনের পুজোয় আশেপাশের পাড়া থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। নেতা-মন্ত্রীদের গাড়ির কনভয়, খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে জমে ওঠে উৎসব। সুজিত বাগদি ও তপন বাগদির কথায়,“অনুব্রত মণ্ডল চারদিনই আসেন। তবে এবার তিনি আগের মতোই স্বমহিমায় ফিরছেন। তাই মোড়লকে দেখার জন্য আমরা ভীষণ উদগ্রীব।”
 

Read more!
Advertisement
Advertisement