
এবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ের কথা উল্লেখ করে বঙ্গ–বিজেপিকে বিঁধলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। বাংলায় গেরুয়া শিবির দুর্বল। তাদের সংগঠন পোক্ত নয়। এনিয়ে নাকি রাজ্যের নেতারা খুব একটা সক্রিয় পদক্ষেপও করছেন না বলে বিভিন্ন সময় তাদের দলের নেতাদেরকেই অভিযোগ করতে শোনা গিয়েছে।
বঙ্গ বিজেপিতে কয়েকজন নেতা আছেন যাঁদের নিয়মিত দলের সংগঠনের দুর্বলতা নিয়ে মুখ খুলতে শোনা যায়। কখনও সংবাদমাধ্যমের সামনে আবার কখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা মনের ভাব ব্যক্ত করেন। এমনই একজন হলেন অনুপম হাজরা।
ট্রাম্পের নির্বাচনে অভূতপূর্ব জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছেন অনুপম। লিখেছেন, প্রত্যেক বুথে লোক বসাতে পারায় ট্রাম্প আঙ্কেল জিতছেন... অন্যদিকে কমলা দেবীর অবস্থা বঙ্গ-বিজেপির মতো, কাগজে-কলমে বুথ কমিটি থাকলেও বুথে বসার লোক নেই।
এবারের আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অভূতপূর্ব জয় পৃথিবীজুড়ে রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিন্তু তার এই জয় সবার জন্য সুখবর বয়ে আনেনি, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের জন্য। পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন নিয়ে কিছু নেতার অসন্তোষ প্রকাশের ঘটনা সামনে এসেছে, যার মধ্যে অন্যতম হলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
অনুপম হাজরা, যিনি নিয়মিত নিজের দলীয় সংগঠনের দুর্বলতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন, এবার তিনি ট্রাম্পের জয় নিয়ে কটাক্ষ করেছেন। তার পোস্টে তিনি লেখেন, "প্রত্যেক বুথে লোক বসাতে পারায় ট্রাম্প আঙ্কেল জিতছেন... অন্যদিকে কমলা দেবীর অবস্থা বঙ্গ-বিজেপির মতো, কাগজে-কলমে বুথ কমিটি থাকলেও বুথে বসার লোক নেই।" তাঁর এই মন্তব্য বঙ্গ বিজেপির ভেতরে চলা অস্থিরতার প্রেক্ষিতেই এসেছে, যেখানে কিছু নেতারা দলীয় সংগঠনের দুর্বলতার কথা বারবার তুলে ধরেছেন।