Advertisement

Arjun Singh Central Force: 'সেন্ট্রাল ফোর্স মদ-মাংস খাইয়ে সেটিং হয়ে যায়,' হঠাত্‍ বেসুরো BJP-র অর্জুন

সেন্ট্রাল ফোর্স নিয়ে অর্জুন সিংয়ের মন্তব্যে তুমুল আলোড়ন। বিজেপি নেতা অর্জুন সিং সেন্ট্রাল ফোর্স সম্পর্কে এমন মন্তব্য করলেন, যা শুনে হতবাক অনেকে। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা অর্জুন বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী বিকেলবেলা আসে, মদ-মাংস খেয়ে সেটিং হয়ে যায়, টাকা-পয়সাও নেয়।’

একসময় এই সেন্ট্রাল ফোর্সের দাবিতেই বারবার সরব হতেন বিজেপি নেতারা। হঠাৎ অর্জুনের সুরবদল কেন?
শুভদীপ রক্ষিত
  • কলকাতা,
  • 25 Oct 2024,
  • अपडेटेड 2:24 PM IST

সেন্ট্রাল ফোর্স নিয়ে অর্জুন সিংয়ের মন্তব্যে তুমুল আলোড়ন। বিজেপি নেতা অর্জুন সিং সেন্ট্রাল ফোর্স সম্পর্কে এমন মন্তব্য করলেন, যা শুনে হতবাক অনেকে। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা অর্জুন বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী বিকেলবেলা আসে, মদ-মাংস খেয়ে সেটিং হয়ে যায়, টাকা-পয়সাও নেয়।’ সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে এমন বিস্ফোরক মন্তব্যের জেরে দলের মধ্যে বাড়ছে বিতর্ক। এতদিন বিজেপি নেতারাই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছেন। এবার সেই বিজেপিরই এক নেতার মুখে অন্য সুর।

আগামী ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে বিজেপি প্রার্থী রূপক মিত্র মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন।উপস্থিত ছিলেন অর্জুন সিং সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক ও নেতারা। আর সেখানেই অর্জুন সিং সেন্ট্রাল ফোর্সের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন। দাপুটে নেতার এই কথায় বিজেপির অন্দরমহলে যে বেশ অস্বস্তি তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।

অর্জুন সিং এদিন আরও একবার পার্থ ভৌমিকের বিরুদ্ধে সরব হন। বলেন, 'পার্থ ভৌমিকের থেকেও দুর্নীতিতে সাতগুণ এগিয়ে থাকা কিছু নেতার নাম বলতে পারি।' রূপক মিত্রের ভোটের মনোনয়ন জমার দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে রীতিমতো আক্রমণ শানাতে শুরু করলেন অর্জুন।

একদিকে আরজি কর ইস্যু-জুনিয়র ডাক্তারদের আন্দোলন। অন্যদিকে ঝড়-বৃষ্টি। উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে এখনও সেভাবে নামতে শুরু করেননি বিরোধীরা। আর এমনই প্রেক্ষাপটে অর্জুনের কড়া সুরের প্রচার যেন ভোটের ময়দানের দামামা বাজিয়ে দিল।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই উপনির্বাচনে নিজের একদা হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া অর্জুন। এমন মন্তব্য ও লাগাতার আক্রমণের ফলে কি দাপুটে নেতার তকমা ফিরে পাবেন? এখন সেটাই দেখার।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement