Advertisement

Arjun Singh : 'বিরোধীদের উত্তর দিতে পারছি না', তৃণমূলকে নিয়ে ক্ষুব্ধ অর্জুন?

ব্যারাকপুরের সাংসদ ওই সভায় প্রচার নিয়েও নিজের দলকে নিশানা করেন। তিনি বলেন, "বিরোধীদের থেকে প্রচারেও আমরা পিছিয়ে। অন্য দল শাসককে আক্রমণে ব্যস্ত, তখন আমরা নিজেরাই নিজের দলের নেতাদেরই কোণঠাসা করতে ব্যস্ত। এখনই সাংগাঠনিক সমস্ত ত্রুটি ঠিক করতে না পারলে ২০২৪ সালে তার ফল ভোগ করতে হবে দলকে"। 

অর্জুন সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2023,
  • अपडेटेड 9:12 AM IST
  • দলকেই নিশানা অর্জুনের
  • সংগঠন নিয়ে তুললেন প্রশ্ন
  • কী বললেন ব্যারাকপুরের সাংসদ?

সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তারপর থেকে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ও দলের সংগঠন নিয়ে উদ্বিগ্ন তৃণমূলের একাংশ। আর তার মধ্যেই দলের একাংশের বিরুদ্ধে 'অহংকার'-এর অভিযোগ তুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। উত্তর ২৪ পরগনার আমডাঙার এক জনসভায় বক্তব্য রাখার সময় অর্জুন সিং (Arjun Singh) বলেন, "সাগরদিঘিতে হারের কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস ও অহংকার। শাসক দল হওয়া সত্ত্বেও ১৭টি বুথে এজেন্ট ছিল না। কারণ, আমরা অধিক আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতে যাব। আমরা শাসকদল, পুলিশ আমাদের কথা শুনবে। এই অতিরিক্ত অহংকারই ওখানে হারিয়ে দিল। এমন আত্মবিশ্বাস ২০০৮ সালে বামেদেরও ছিল"। 

ব্যারাকপুরের সাংসদ ওই সভায় প্রচার নিয়েও নিজের দলকে নিশানা করেন। তিনি বলেন, "বিরোধীদের থেকে প্রচারেও আমরা পিছিয়ে। অন্য দল শাসককে আক্রমণে ব্যস্ত, তখন আমরা নিজেরাই নিজের দলের নেতাদেরই কোণঠাসা করতে ব্যস্ত। এখনই সাংগাঠনিক সমস্ত ত্রুটি ঠিক করতে না পারলে ২০২৪ সালে তার ফল ভোগ করতে হবে দলকে"। 

এখানেই শেষ হয়, বিজেপি থেকে তৃণমূলে এসে বাবুল সুপ্রিয়র মন্ত্রীত্ব পাওয়া নিয়েও কার্যত ক্ষোভ প্রকাশ করেন অর্জুন সিং। তিনি বলেন, "বিরোধীরা আমাদের থেকে এগিয়ে প্রচার করছে। বিজেপি প্রচার করছে বাবুল সুপ্রিয় বিজেপিতে মন্ত্রী ছিলেন, তৃণমূলে এসেও মন্ত্রী হয়েছেv। দিদিমণি সব গটআপ করে দিয়েছেন। এইভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। অথচ আমরা সেই প্রশ্নের কোনও উত্তর দিতে পারছি না"। অর্জুন সিংয়ের এহেন মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের প্রতিক্রিয়া জানতে দলীয় নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে, কোনও মন্তব্য করতে চাননি তিনি। 

প্রসঙ্গত, গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি থেকে তৃণমূলে যোগদানের যে ধারা তৈরি হয়েছিল, তাতে ছিলেন বাবুল সুপ্রিয়ও (Babul Supriyo)। বিজেপি ছাড়ার পর ২০২১-এর সেপ্টেম্বরেই তৃণমূলে যোগ দেন বাবুল। আর তার কয়েক মাস পর গতবছর মে মাসে পুরনো দলে ফেরেন অর্জুন সিংও। তবে এবার অর্জুনের মন্তব্যে পঞ্চায়েত নির্বাচনের আগে দল অস্বস্তিতে পড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ। 

Advertisement

আরও পড়ুন - আগামী ২ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রাজ্যের ৩ জেলায়

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement