Advertisement

SIR Hearing in West Bengal: বাংলায় কত ভোটারের ডাক পড়বে হিয়ারিংয়ে? 'বিরাট' সংখ্যা জানাল কমিশন

রাজ্যে SIR-এর খসড়া তালিকা প্রকাশ পেয়েছে মঙ্গলবারই। এরপর প্রায় ১.৩৬ কোটি ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর অংশ হিসেবে প্রায় ১.৩৬ কোটি ভোটারকে শুনানিতে ডাকার প্রস্তুতি চলছে। যদিও এই সংখ্যাটা কমতেও পারে।

রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়ালরাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2025,
  • अपडेटेड 11:17 AM IST

রাজ্যে SIR-এর খসড়া তালিকা প্রকাশ পেয়েছে মঙ্গলবারই। এরপর প্রায় ১.৩৬ কোটি ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এর অংশ হিসেবে প্রায় ১.৩৬ কোটি ভোটারকে শুনানিতে ডাকার প্রস্তুতি চলছে। যদিও এই সংখ্যাটা কমতেও পারে।

তাঁর আরও বক্তব্য, রাজ্যে নির্ধারিত সময়সীমার মধ্যেই SIR শেষ হয়েছে। বাকি বড় রাজ্যগুলির মধ্যে বাংলাতেই সময়ে শেষ করা হয়েছে বিশেষ নিবিড় সংশোধনের কাজ। যদি কেউ প্রকৃত কারণে হিয়ারিংয়ে উপস্থিত না থাকতে পারেন, তাহলে অবশ্যই বিবেচনা করা হবে।"

মঙ্গলবার কমিশন SIR অনুসরণে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। মৃত এবং অভিবাসন সহ বিভিন্ন কারণে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জেলা এবং সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভোটার প্রোফাইল পুনরায় তৈরি করা হয়েছে। 

কাদের ডাকা হবে হিয়ারিংয়ে?
তিনি বলেন, অমিল এবং পদ্ধতিগত কারণে খসড়া তালিকা থেকে কিছু নাম বাদ দেওয়া হয়েছে। যেসব ভোটারের নাম খসড়া তালিকায় নেই তাদের পরিশিষ্ট ৪ সহ ফর্ম ৬ জমা দিতে হবে। তিনি বলেন, বুথ-স্তরের অফিসাররা (বিএলও) ইতিমধ্যেই ঘরে ঘরে গিয়ে শুনানির জন্য ডাকা হবে এমন ব্যক্তিদের অবহিত করতে শুরু করেছেন। সিইও আরও বেশি ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

বিহারের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, "বিহারে ERO-দের নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা AERO-দের আরও ক্ষমতা দেওয়ার জন্য অনুরোধ করছি।" এই SIR প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির ভূমিকাও স্বীকার করেছেন। তিনি জানান, "রাজনৈতিক দলের এজেন্টরা আমাদের সাহায্য করেছেন। আমরা তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।"

তাঁর আরও মন্তব্য, খসড়া তালিকা সম্পর্কিত আর কোনও অভিযোগ বা তথ্য পর্যবেক্ষকদের জানানো যেতে পারে। এর জন্য বিশেষ ক্যাম্প খোলা হয়েছে। BLA-BLO সভা করবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement