শুক্রবার সন্ধ্যায় আসানসোলে নুনিয়া নদীতে একটি গাড়ি তলিয়ে গিয়েছিল। ঘটনায় প্রাণ হারিয়েছেন গাড়ির চালক চঞ্চল বিশ্বাস। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি কীভাবে ঘটল?
আসানসোলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিল যার ফলে নুনিয়া এবং গাঁড়ুই নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে গিয়েছিল। এর ফলে একটি সেতু জলমগ্ন হয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় কল্যাণপুরের চঞ্চল বিশ্বাস নামের ওই ব্যক্তি কাজ শেষ করে এই সেতু দিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বাসিন্দা এবং সিভিক পুলিশ তাকে সেতু দিয়ে না যাওয়ার জন্য চালকদের বারবার সতর্ক করেছিলেন বলে জানা গিয়েছে। তবে বড়, SUV গাড়ি হওয়ায় তাঁরা জলের উপর দিয়ে পার হয়ে যাবেন বলে ভেবেছিলেন। এরপরে সেতু দিয়ে যাওয়ার চেষ্টা করেন। জলের তোড়ে গাড়িসহ তলিয়ে যান।
উদ্ধার কার্যক্রম
উদ্ধারকারীরা কী বলছেন?