Advertisement

Asansol: মাকে পিটিয়ে খুন করল মাদকাসক্ত ছেলে, আসানসোলে চাঞ্চল্য

আসানসোলের কুলটিতে চাঞ্চল্যকর ঘটনা। নেশার টাকা নিয়ে অশান্তির জেরেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। নিহতের নাম সুশীলা সিনহা। আর অভিযুক্ত তাঁর ছোট ছেলে, বিশাল সিনহা, যাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Nov 2025,
  • अपडेटेड 6:29 PM IST
  • আসানসোলের কুলটিতে চাঞ্চল্যকর ঘটনা।
  • নেশার টাকা নিয়ে অশান্তির জেরেই এই ঘটনা বলে জানা যাচ্ছে।

আসানসোলের কুলটিতে চাঞ্চল্যকর ঘটনা। নেশার টাকা নিয়ে অশান্তির জেরেই এই ঘটনা বলে জানা যাচ্ছে। নিহতের নাম সুশীলা সিনহা। আর অভিযুক্ত তাঁর ছোট ছেলে, বিশাল সিনহা, যাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫০ বছর বয়সী সুশীলা সিনহা ছেলেকে নিয়ে কুলটি পাড়ায় থাকতেন। এবং জীবিকা নির্বাহের জন্য একটি ছোট মুদির দোকান চালাতেন। বড় ছেলে মুম্বাইয়ে কাজ করেন এবং নিয়মিতভাবে মায়ের হাতে আর্থিক সাহায্য পাঠাতেন। কিন্তু ছোট ছেলে বিশাল দীর্ঘদিন ধরেই বেকার এবং নেশার জগতে জড়িয়ে পড়ে অভ্যাসগতভাবে মায়ের কাছে টাকা দাবি করত।

প্রতিবেশীদের অভিযোগ, খারাপ সঙ্গ, বেকারত্ব ও দীর্ঘদিনের মাদকাসক্তি বিশালকে ক্রমে আরও হিংসাত্মক করে তুলেছিল। প্রায় প্রতিদিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে টাকা চাইত সে। টাকা না দিলে বাড়িতে চিৎকার-চেঁচামেচি, মারধর, এসব ছিল নিত্যদিনের ঘটনা।

মঙ্গলবার রাতে পরিস্থিতি একেবারে ভয়ানক মোড় নেয়। সেদিনও বিশাল নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মায়ের কাছে টাকা দাবি করে। সুশীলা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে বিশাল। প্রতিবেশীরা জানান, সেদিন বাড়ি থেকে অস্বাভাবিক চিৎকার ও মারধরের শব্দ শোনা যাচ্ছিল। পরে জানা যায়, বিশাল নির্মমভাবে মাকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশীলার।

স্থানীয়দের বক্তব্য, সুশীলা জীবনের সবটুকু শ্রম দিয়ে ছেলেদের মানুষ করেছিলেন। বড় ছেলে কর্মসূত্রে বাইরে থাকলেও ছোট ছেলেকে নিয়েই তিনি বেশি উদ্বিগ্ন থাকতেন। কিন্তু সেই সন্তানই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হল-এতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভ। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্ত বিশালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। 
 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement