এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ম্যাচের সূচি প্রকাশের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। কার্গিল বিজয় দিবসের দিনেই এশিয়া কাপের দিনক্ষণ ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও সম্পর্কই রাখা উচিত নয়। শহিদদের রক্ত কোনও ক্রিকেট ম্যাচের মাধ্যমে ধুয়ে ফেলা যায় না।”
“পাকিস্তানের সঙ্গে শুধু যুদ্ধক্ষেত্রেই দেখা হোক”—আবেগঘন মন্তব্য অভিষেকের
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ লেখেন, “পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার ছাড়া পাকিস্তানের সঙ্গে ভারতের অন্য কোনও সম্পর্ক থাকা উচিত নয়। পাকিস্তান দিনের পর দিন ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। অথচ, কূটনীতির নামে আমরা খেলা আর রাজনীতি আলাদা রাখার যুক্তি দেখাচ্ছি। এটা আর চলতে পারে না।”
শহিদদের রক্ত ও সেনাদের সাহসের প্রসঙ্গ তুলে পাকিস্তানের সঙ্গে ম্যাচে আপত্তি
অভিষেক আরও লেখেন, “ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কিন্তু যখন সীমান্তে গুলি চলে, যখন সেনারা শহিদ হন, তখন সেই দেশের সঙ্গে করমর্দন করা বিশ্বাসঘাতকতার শামিল। ব্যাট-বল দিয়ে নয়, দেশের পতাকা ওড়ে সেনাদের সাহসিকতায়। বিনোদনের চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ন্যায়বিচার। এর থেকে পিছিয়ে আসা মানেই শহিদদের অসম্মান করা।”
প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনাও তুলে ধরেছেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের আগে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন এবং রবিচন্দ্রন অশ্বিনও এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে বিরোধিতা করেছেন। অশ্বিন সরাসরি প্রশ্ন তোলেন, “যখন লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলতে রাজি নয়, তখন এশিয়া কাপে সেই দুই দেশকে মুখোমুখি করা হচ্ছে কেন?” সেই একই প্রশ্নের সুরে অভিষেকের প্রতিবাদ, যেখানে স্পষ্টভাবেই ভারত-পাক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।
ম্যাচ সূচি
উল্লেখ্য, ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রতিযোগিতা শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকায় দুই দল ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে। এই ম্যাচ নিয়েই রাজনৈতিক ও জাতীয় আবেগে এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে।