Advertisement

Ram Navami in Jadavpur University: যাদবপুরে রামনবমীর অনুমতি দিল না কর্তৃপক্ষ, 'ইফতার পার্টি তো হয়েছিল', প্রশ্ন পড়ুয়াদের

সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও চলছে রাম নবমী উদযাপনের প্রস্তুতি। এরই মধ্যে কলকাতার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই উৎসব পালনের অনুমতি চেয়ে আবেদন করেছিল কিছু ছাত্রসংগঠন। হিন্দু স্টুডেন্টস ইউনিয়ন ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া ক্যাম্পাসের অভ্যন্তরে রাম নবমী উদযাপনের ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি।

Jadavpur University Jadavpur University
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2025,
  • अपडेटेड 5:15 PM IST
  • সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও চলছে রাম নবমী উদযাপনের প্রস্তুতি।
  • এরই মধ্যে কলকাতার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই উৎসব পালনের অনুমতি চেয়ে আবেদন করেছিল কিছু ছাত্রসংগঠন।

সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও চলছে রাম নবমী উদযাপনের প্রস্তুতি। এরই মধ্যে রাজ্যের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই উৎসব পালনের অনুমতি চেয়ে আবেদন করেছিল কিছু ছাত্রসংগঠন। হিন্দু স্টুডেন্টস ইউনিয়ন ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া ক্যাম্পাসের অভ্যন্তরে রাম নবমী উদযাপনের ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

বুধবার রাম নবমী উদযাপনের পক্ষে থাকা পড়ুয়ারা স্পষ্টভাবে জানিয়ে দেন, তাঁরা এই বছর ক্যাম্পাসের ভেতরে ধর্মীয় এই অনুষ্ঠান পালন করতে চান। তাঁদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় সহিষ্ণুতা থাকা উচিত এবং উৎসব পালনের অধিকার সকলের থাকা প্রয়োজন।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনওভাবেই ক্যাম্পাসে রাম নবমী পালনের অনুমতি দিতে রাজি হয়নি। যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে প্রশাসনের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখাই তাঁদের প্রধান লক্ষ্য।

এই পরিস্থিতিতে পড়ুয়াদের একাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, কিছুদিন আগেই ক্যাম্পাসে ইফতার পার্টির অনুমতি দেওয়া হয়েছিল, অথচ রাম নবমীর ক্ষেত্রে তা দেওয়া হলো না। এই দ্বৈত নীতির বিরোধিতা করে অনেক পড়ুয়া ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই প্রগতিশীল চিন্তাধারার জন্য পরিচিত। তাই অনেকে মনে করছেন, ক্যাম্পাসের ভেতরে ধর্মীয় অনুষ্ঠান পালনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ন্যায্য। তবে পড়ুয়াদের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা আগামী দিনে আরও বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

Read more!
Advertisement
Advertisement