
মুর্শিদাবাদের বেলেডাঙায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল রাজ্য। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর শনিবারই এই অনুষ্ঠান করবেন বলে আগে থেকেই ঘোষণা করেছিলেন। কলকাতা হাইকোর্টে মামলা থাকায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছিল। তবে আদালতের সবুজ সংকেত পাওয়ার পর হুমায়ুন আত্মবিশ্বাসী হয়ে যান।
শনিবার সকাল থেকেই বেলেডাঙায় চোখে পড়ার মতো ভিড়। স্থানীয়রা সারি সারি ইট নিয়ে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন হাইকোর্টের নির্দেশকেই হাতিয়ার করে বলেন, 'এই মসজিদের ইট কাউকে খুলতে দেব না। দেখি কে হিম্মত দেখায়!'
হুমায়ুন স্পষ্ট করে বলেন, 'আমরা ধর্মের প্রতি আস্থাশীল, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তবে কেউ যদি এই মসজিদের ইট খুলতে আসে... শহিদ হব তাও একটা ইটও খুলতে দেব না। মুর্শিদাবাদের মাটিতে অন্য রাজ্য থেকে এসে কেউ ইট খোলার চেষ্টা করলে হতে দেব না।'
মসজিদের নির্মাণে মোট বাজেট ৩০০ কোটি টাকা ধরা হয়েছে। এ বিষয়ে হুমায়ুন জানান, ভারতের একজন শিল্পপতি তাঁকে ফোন করে আশ্বাস দিয়েছেন, ৮০ কোটি টাকা অনুদান দেবেন। এই অর্থের জোগান পাওয়ার পর আরও দৃঢ় হয় হুমায়ুনের হুঙ্কার, 'বাবরি মসজিদ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় নির্মাণ, কারও হাত আটকাতে পারবে না।'
মুখ্যমন্ত্রীর সভাস্থলে দলে অস্বস্তি তৈরি হওয়ার পরও হুমায়ুন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। হাইকোর্টও স্পষ্ট করেছে, মসজিদ নির্মাণ অসাংবিধানিক নয়। আদালতের পর্যবেক্ষণ, 'আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের প্রশাসনের। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা যেতে পারে। তবে কর্মসূচি বন্ধ করার কোনও যুক্তি নেই।'