বিজেপির সংগঠনে বড়সড় রদবদল হয়েছে। দলের সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তিনি এখন শুধুমাত্র একজন সাংসদ। এদিকে পদ যেতেই নাম না করে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এতদিন দল করে দিলীপ ঝুনঝুনি পেলেন বলে কটাক্ষ করেছেন বাবুল।
ট্যুইটারে তিনি লেখেন, 'অবশেষে বাংলা বিজেপির ঠোঁট সিল করে দেওয়া হল। অবশেষে তিনি এবার নিজের ওষুধের স্বাদ বুঝলেন। এত বছর দল করার পর উনি ঝুনঝুনি পেয়েছেন। সম্ভবত এখন তিনি বুঝতে পারবেন কেন আমি আমার কষ্টার্জিত এমপি সিট তাদের মুখে ছুড়ে দিয়েছিলাম। এটি একটি ভিন্ন জিনিস যে এখন এই সিল করা ঠোঁট আমাকে আসানসোল হারানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল।'
বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলেও তোপ দেগেছেন বাবুল। তাঁর কথায়, 'বিজেপি আসলে বাঙালি বিদ্বেষী। এই গদ্দার পার্টির কাছে বাঙালির কোনও মূল্য নেই। একজন সত্যিকারের জোকার এখন বাংলার একমাত্র প্রতিনিধি রয়ে গেছে। সে কে তা অনুমান করো।'
শনিবার সকালে নতুন কেন্দ্রীয় কমিটির নামের তালিকা ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই তালিকায় নাম নেই বিজেপির মেদিনীপুরের সাংসদের। লোকসভা ভোটের আগে দিলীপকে বাদ দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দিলীপের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, লোকসভা ভোটে ৩৫ আসন জেতার লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ। দিলীপের সভাপতিত্বেই রাজ্যে বিজেপি ১৮ সাংসদ পেয়েছিল। বাংলায় 'জন-আবেদন' আছে দিলীপ ঘোষের। সেটাই লোকসভা ভোটে কাজে লাগানো হবে।একটি অডিওবার্তায় মেদিনীপুরের বিজেপি সাংসদ জানান,'যাঁরা লোকসভা ভোটে লড়বেন, তাঁদের সবাইকে নিজের এলাকায় কাজ করতে হবে। তাই কেন্দ্রীয় কমিটি থেকে মুক্তি দেওয়া হয়েছে।'