Advertisement

Babun Banerjee-Mamata Banerjee: 'আমি বিজেপিতে যাচ্ছি, এটা ভুয়ো খবর', জানিয়ে দিলেন 'নেত্রীর ভাই' বাবুন

'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হতেই সুর নরম করলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। ছোট ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক শেষ করার কথা ঘোষণা করেছেন মমতা। তার পর পরই ফেসবুকে ২৫ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় বাবুন জানিয়ে দিলেন, তিনি মমতার সঙ্গেই থাকবেন। বললেন, 'বিজেপিতে যাচ্ছি, এটা ভুয়ো খবর।'

মমতা এবং বাবুন বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2024,
  • अपडेटेड 2:46 PM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হতেই সুর নরম করলেন বাবুন বন্দ্যোপাধ্যায়।
  • ছোট ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক শেষ করার কথা ঘোষণা করেছেন মমতা।
  • ভিডিয়ো বার্তা দিলেন বাবুন।

'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হতেই সুর নরম করলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। ছোট ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক শেষ করার কথা ঘোষণা করেছেন মমতা। তার পর পরই ফেসবুকে ২৫ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় বাবুন জানিয়ে দিলেন, তিনি মমতার সঙ্গেই থাকবেন। বললেন, 'বিজেপিতে যাচ্ছি, এটা ভুয়ো খবর।'

কী বললেন বাবুন? 

ফেসবুকে ভিডিয়ো বার্তায় নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলেই পরিচয় দেন বাবুন। বলেন, 'নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্য়ায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবেন, ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকব।'

বাবুন প্রসঙ্গে কী বলেছেন মমতা?

মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমার পরিবার মা-মাটি-মানুষের পরিবার। আমাদের পরিবারে ৩২ জন সদস্য রয়েছেন। বড় হলে অনেকের লোভ বেড়ে যায়। পরিবারকে বাদ দিয়ে খেলা খেলে। আজ থেকে সব সম্পর্ক ছেদ। ওঁর (বাবুন) সঙ্গে কোনও সম্পর্ক নেই। ওঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে কেউ ওঁকে আমার ভাই হিসাবে কোনও পরিচয় দেবেন না।' এতেই থামেননি মুখ্যমন্ত্রী। বাবুনের নাম পর্যন্ত উচ্চারণ করেননি। তিনি আরও বলেন, 'লোভী লোকেদের পছন্দ করি না। নিজের ছোটবেলা ভুলে গিয়েছে। ওঁর কাজ অনেক দিন ধরেই পছন্দ করছিলাম না। অন্যায় সহ্য করি না আমি। সবটা তো আর বাইরে বলা যায় না। আমি পরিবারতন্ত্র করি না। মানুষতন্ত্র করি।'

এরপরেই হাওড়ার প্রার্থী প্রসঙ্গে মমতা বলেন, 'দল যাঁকে প্রার্থী করেছে, তিনিই প্রার্থী।' বাবুনের নির্দল হয়ে ভোটে লড়াই প্রসঙ্গে মমতার মন্তব্য, ' যে যেকোনও জায়গায় যেতে পারে।'

ঘটনার সূত্রপাত কী?

বুধবার সংবাদমাধ্যমে হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সরব হন বাবুন। বলেন, 'মোহনবাগান AGM-এর সময়ে উনি আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলেন তা ভুলিনি। MPLAD-এর পুরো টাকা শেষ করতে পারে না। ঘরে বসে কাজ হয় না। নির্দল হলেও আমি হাওড়ায় দাঁড়াতে পারি।' মমতা প্রসঙ্গে বাবুন বলেছেন, 'দিদিমণির সঙ্গে ডাইরেক্ট কথা বলব। দিদি আমার কাছে ভগবান। দিদির সঙ্গে কোনও মতভেদ নেই। দিদির কাছ থেকে আমি আশীর্বাদ চাইব। দিদির কাছে আশীর্বাদ চাইব। তবুও আমি নির্দল হয়ে দাঁড়াব।' যদিও পরে মমতার কড়া বার্তার পর সংবাদমাধ্যমে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াইয়ের মত বদল করেছেন বাবুন।

Advertisement

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই হাওড়ার প্রার্থী হতে চান বাবুন। প্রকাশ্যে যদিও সেভাবে তিনি কিছু বলতেন না। বাবুন বন্দ্যোপাধ্যায় IOA-এর(ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের) কর্তা। সেই সঙ্গে মোহনবাগানের ফুটবল সচিব। অনেকদিন ধরেই প্রসুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুনের ঠান্ডা লড়াই চলছিল বলেও শোনা গিয়েছে। এই প্রেক্ষাপটে এবার নিজের ভাইকে ত্যাজ্য করলেন মমতা। আর তার পরেই ফের ভিডিয়ো বার্তা দিলেন বাবুন। যা এই পর্বে নয়া মাত্রা যোগ করল। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement