Advertisement

বগটুই কাণ্ড : ৯ মাস পর CBI-এর জালে ভাদুর ছায়াসঙ্গী লালন শেখ

বীরভূমের বগটুই গণহত্যা (Bagtui Massacre) ও অগ্নিসংযোগের অভিযোগের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করল সিবিআই (CBI)। নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ছায়াসঙ্গী ছিল লালন। শনিবার রাতে তাকে ধরা হয়। আজ, রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

bogtui
Aajtak Bangla
  • ,
  • 04 Dec 2022,
  • अपडेटेड 1:05 PM IST
  • বীরভূমের বগটুই গণহত্যা (Bagtui Massacre) ও অগ্নিসংযোগের অভিযোগের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করল সিবিআই (CBI)।
  • নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ছায়াসঙ্গী ছিল লালন। শনিবার রাতে তাকে ধরা হয়।
  • আজ, রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। 

বীরভূমের বগটুই গণহত্যা (Bagtui Massacre) ও অগ্নিসংযোগের অভিযোগের ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করল সিবিআই (CBI)। নিহত তৃণমূল নেতা ভাদু শেখের ছায়াসঙ্গী ছিল লালন। শনিবার রাতে তাকে ধরা হয়। আজ, রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। 

বগটুই গণহত্যার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না লালনের। অবশেষে দীর্ঘ  ৯ মাস পর বগটুই হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করলেন সিবিআইয়ের গোয়েন্দারা।
গত ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বোমা মেরে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে খুন করার অভিযোগ ওঠে। বদলা নিতে ওই রাতে বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। পুড়িয়ে ও কুপিয়ে মারা হয় ৭ জনকে।
পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। ২১ জুন সিবিআইয়ের তরফে চার্জশিট জমা করা হয়েছিল। ঘটনার পর থেকেই এলাকা থেকে ফেরার ছিল অন্যতম অভিযুক্ত লালন শেখ। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
হত্যাকাণ্ডের অন্যতম চক্রী আনারুল শেখকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগেই গ্রেফতার করা হয়েছিল। কিছুদিন আগে লালন শেখের ভাগ্নে বুলু শেখ ওরফে ডলারকেও গ্রেফতার  করা হয়। 

আরও পড়ুন: ফিরেছে শীতের দাপট, ফের নিম্নচাপের পূর্বাভাস, কবে?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement