
SIR-এর শুনানি যত এগোচ্ছে, ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। SIR-এর শুনানিতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। যার জেরে ডাক পড়েছে শুনানিতে। শুক্রবার এসআইআর-এর শুনানিতে হাজির হন তিনি। বনগাঁ ব্লকের পাল্লা গ্রাম পঞ্চায়েতের এসআইআর-এর শুনানির কাজ হচ্ছে বনগাঁ মাদ্রাসাতে। এদিন দুপুরে শুনানিতে পৌঁছন বিধায়ক। জমা দেন কাগজপত্র।
এই বিষয়ে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, এদেশেই আমার জন্ম। ২০০২ সালের আগে থেকে আমি মুম্বইতে ছিলাম। সেই কারণে আমার ভোট ছিল না। ২০০২ সালের আগে আমার বাবার মৃত্যু হয়েছিল। সেই কারণে ম্যাপিং হয়নি। ২০১২ সালে ফিরে ভোটার তালিকা নাম তুলেছি৷'
যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'আমরা বলেছিলাম কেন্দ্রীয় সরকার বাংলা বিদ্বেষী। এরা এসআইআর করে বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে। এমনকী বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকেও প্রমাণ দিতে হচ্ছে।'
এই ঘটনায় কটাক্ষ করেছে তৃণমূল। প্রয়োজনে শাসক শিবিরের তরফে পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে তাঁকে।