Advertisement

Bangla Nababarsha-Halkhata: পয়লা বৈশাখে কালীঘাট-দক্ষিণেশ্বরে ভিড়, গরমকে উপেক্ষা করেই হালখাতা পুজো

আজ বাঙালির পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। নববর্ষের সকাল থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, লেক কালী মন্দির,  ঠনঠনিয়াতে ভক্তদের ভিড়। তপ্ত গরমে রাজ্যবাসীর নাজেহাল অবস্থা। এসব উপেক্ষা করে চলছে হালখাতার পুজো।

নববর্ষে গরমকে উপেক্ষা করে চলছে হাল খাতা পুজো (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2023,
  • अपडेटेड 10:59 AM IST
  • আজ বাঙালির পয়লা বৈশাখ
  • নববর্ষের সকাল থেকে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, লেক কালী মন্দির,  ঠনঠনিয়াতে ভক্তদের ভিড়

Bangla Nababarsha Puja at Temples-Halkhata: আজ বাঙালির পয়লা বৈশাখ (Poila Baisakh)। বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০ (Bangla New Year 1430)। নববর্ষের সকাল থেকে কালীঘাট (Kalighat), দক্ষিণেশ্বর (Dakshineshwar), তারাপীঠ (Tarapith), লেক কালী মন্দির (Lake Kali Mandir),  ঠনঠনিয়াতে (Thanthania) ভক্তদের ভিড়। তপ্ত গরমে (Summer) রাজ্যবাসীর নাজেহাল অবস্থা। এসব উপেক্ষা করে চলছে হালখাতার পুজো। লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভক্তরা। কয়েক ঘণ্টা অপেক্ষা করে দিতে হচ্ছে পুজো। মন্দির চত্বরে লক্ষ্মী-গণেশ ও হালখাতার (Halkhata) পুজো দিতে এসেছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম দিন মঙ্গল কামনা করে পুজো দেবেন তাঁরা। 

আজ সকালে তারাপীঠেও ভোর থেকে শুরু হয়েছে ভক্ত সমাগম। মায়ের স্নান পর্ব হয় ভোর ৪টেয়। এরপর ভোর ৫টেয় মঙ্গল আরতি। তারপর খুলে গেছে মন্দিরের গর্ভগৃহের দরজা। দুপুরে হবে মধ্যাহ্নভোজন। ভোগে থাকবে পোলাও, ভাজা, মাছ। এরপর সন্ধেয় আরতি হবে। তারাপীঠে আশেপাশের রাজ্য থেকেও এসেছেন ভক্তেরা। দক্ষিণেশ্বরে চাঁদিফাটা রোদে পাথরের তপ্ত মেঝেতে পা রেখে পুজো দেওয়ার অপেক্ষায় পুণ্যার্থীরা।

করোনার জন্য গত দু'বছর ভিড় খানিকটা হলেও কম ছিল। ফলত এবারের নতুন বছরে ভক্ত সমাগম বেড়েছে মন্দিরে মন্দিরে। তারাপীঠে গরমের দাপট আরও বেশি। 

উল্লেখ্য, আরও পাঁচদিন তাপপ্রবাহে হাঁসফাঁস করবে রাজ্যবাসী। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রাও। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ৪১  থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রা থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর। বরং শুষ্ক আবহাওয়ায় প্রখর রোদের দহনে পোড়ার খবরই মিলেছে। কলকাতায় তাপমাত্রা বাড়তে পারে বৈ কমবে না। সেক্ষেত্রে ৪২ ডিগ্রিও ছুঁতে পারে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement