Advertisement

Bangla Pokkho: বাংলায় কথা বলতে অস্বীকার সিউড়ির রেলকর্মীর, সোচ্চার বাংলা পক্ষ

সিউড়িতে ট্রেনের টিকিট কাউন্টারে বাংলায় কথা বলতে অস্বীকার করেন এক রেলকর্মী। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে। সোচ্চার হয় বাংলা পক্ষ। রেলকর্মীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন গর্গ চট্টোপাধ্যায়।

সিউড়িতে বাংলা ভাষা নিয়ে ধুন্ধুমার সিউড়িতে বাংলা ভাষা নিয়ে ধুন্ধুমার
স্বপন কুমার মুখার্জি
  • সিউড়ি,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 1:44 PM IST
  • সিউড়িতে ট্রেন স্টেশনে বাংলা বলতে অস্বীকার রেলকর্মীর
  • উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে
  • প্রতিবাদে সোচ্চার বংলা পক্ষ

বাংলার ভাষা নিয়ে ফের উত্তাল সিউড়ি রেল স্টেশন চত্বর। অভিযোগ, সংরক্ষিত টিকিট কাউন্টারে ফর্ম জমা দেওয়ার সময় এক রেলকর্মী বাংলায় কথা বলতে অস্বীকার করেন। তিনি জানান, বাংলায় কথা বলতে পারবেন না। এই ঘটনায় ক্ষুব্ধ হন সিউড়ির ছোট আলুন্দা গ্রামের বাসিন্দা নুর আলম। যিনি বাংলা পক্ষের সদস্য। বিষয়টি দ্রুতই সংগঠনের শীর্ষ মহলের নজরে আসে।

এরপর বাংলা পক্ষের তরফে সিউড়ি রেল স্টেশনে ডেপুটশান জমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি সরাসরি ওই রেলকর্মী রবিপ্রাসাদ বর্মার বিরুদ্ধে ভাষাগত অসম্মান দেখানোর অভিযোগে সোচ্চার হন। তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবিও তোলেন তিনি। যদি রেলকর্মী কোনও মন্তব্য করতে চাননি। 

সিউড়ির ছোট আলুন্দা গ্রামের বাসিন্দা নুর আলম বলেন,'আমি বাংলায় কথা বলতেই চাইছিলাম। অথচ রেল কর্মী আমাকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি বাংলায় কথা বলবেন না। বাংলার মাটিতে দাঁড়িয়ে এটা আমি মেনে নিতে পারিনি।'

গর্গ চট্টোপাধ্যায় এবিষয়ে বলেন, 'বাংলার মাটিতে বাংলা ভাষাকে অস্বীকার করা চলবে না। এটা শুধু ভাষার প্রশ্ন নয়, এটা আমাদের আত্মসম্মানের প্রশ্ন। তাই আমরা রেল কর্তৃপক্ষকে জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।'

খবর পেয়ে স্টেশন ম্যানেজার ডি. অধিকারী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, 'এই ঘটনার বিষয়ে আমরা তদন্ত করব। কোনও যাত্রীকে কখনও অসুবিধায় পড়তে দেওয়া হবে না। রেলের পক্ষ থেকে সবসময় যাত্রীদের ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানানো হয়।'

এদিকে স্থানীয় বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই প্রসঙ্গে বলেন, “বাংলা ভাষার সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য। যদি কোনও রেলকর্মী বাংলা ভাষাকে অবমাননা করে থাকেন, তবে অবশ্যই উপযুক্ত পদক্ষেপ করা হবে।'
 

রিপোর্টার: শান্তনু হাজরা

 

Read more!
Advertisement
Advertisement